চাকরি জাতীয়করণে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

বেসরকারী মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলা শাখা। সোমবার সকাল ১১ টার দিকে সংগঠনটির আয়োজনে পঞ্চগড় জেলা শহরের শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা সহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।
বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলা শাখা পঞ্চগড় সদর উপজেলা শাখার সভাপতি এ এইচ এম একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সদর উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক ফোরামের আহবায়ক তাহেরুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটের সহকারী শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীরা বর্তমান সময়ে মানবেতর জীবনযাপন করছে। শতভাগ বেতন পেলেও উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা যা পায় তা নামকাওয়াস্তে। বর্তমান দুমূল্যের বাজারে এই বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সরকার ডিজিটাল বাংলাদেশকে এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে।
শিক্ষকদের পেছনে ফেলে স্মার্ট বাংলাদেশ কখনো সফল হবে না। তাই অনতিবিলম্বে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানান তারা। শিক্ষক-কর্মচারীদের ন্যায্য এই দাবি মানা না হলে শিক্ষকরা কঠোর আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা।
এএজেড
