বান্দরবানের রুমায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

বান্দরবানের রুমা উপজেলায় রুমা-বগালেক সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাকের উপর উঠে গেলে ৫ নারীসহ ৬ জন নিহত হয়। এতে ঘটনা স্থলে ৪ জনের মৃত্যু হয়, আর ২ জনকে স্থানীয়রা উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
নিহতরা হলেন- যশোরেম বমের মেয়ে জিংথাক সিয়াম বম (১৭), পাংখোয়া সোয়ান বমের মেয়ে লাল নীলময় বম (৩০), হান হনল বম কারবারির মেয়ে জিংকর রিং বম (৪০), সমখুব কারবারির মেয়ে জিংহুম বম (৪০), লালমুন রোয়াত বমের স্ত্রী লুনথার ময় বম (৩২), ক্যজেই খিয়াং এর ছেলে হ্লাগ্য খেয়াং।
তাদের মধ্যে হ্লাগ্য খেয়াং এর বাড়ি বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের গুংগুরু মুখ পাড়া আর বাকি সবাই রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের
বাসিন্দা।
এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন। আহত ৫ জনকে বান্দরবান সদর হাসপাতালে এবং বাকি ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক জনকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) দুপুর একটা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলী।
তিনি আরও জানান, আহত এবং নিহতরা রেমাক্রী ইউনিয়নের থাইক্ষ্যং পাড়ার বাসিন্দা। এর সবাই ভিজিডির চাল নেওয়ার জন্য রুমা সদরে আসছিল। পথে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ইউএনও।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বগালেক উঠার পথে সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত এবং আহতদের উদ্ধার করা হয়েছে। এর সবাই রেমাক্রী প্রাংসার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।
এএজেড
