রাঙামাটিতে ৪৩৯ পরিবার পাবে প্রধানমন্ত্রীর ঘর

৪র্থ পর্যায়ে রাঙামাটিতে ভূমিহীন ও গৃহহীন ৪৩৯টি পরিবার গৃহ পাবে। আগামী ২২ মার্চ গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘর হস্তান্তর করবেন। সোমবার (২০মার্চ) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো: মিজানুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসক আরো জানান, সদর উপজেলায় ৮৪ টি, বাঘাইছড়ি উপজেলিয় ৮০ টি, লংগদু উপজেলায় ৮৩ টি, নানিয়ারচর উপজেলায় ২৭ টি, বরকল উপজেলায় ৪০ টি, রাজস্থলী উপজেলায় ১৪টি, জুরাছড়ি উপজেলায় ৭০ কাউখালি উপজেলায় ৪১ টি ঘর হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে জেলায় নির্মিত আশ্রায়ন প্রকল্প কৃষিজ পণ্যের উৎপাদন হয়েছে ১২ হাজার ৬৬৬ কেজি, যার বাজার মুল্য ৫লাখ ৩৫হাজার ৮৫০ টাকা। অন্যদিকে গবাদিপশুর সংখ্যা আনুমানিক ১হাজার ৫৭৬টি। যার বাজার মুল্য ২ কোটি ৫৬লাখ ৩০০ টাকা।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ আশ্রায়ন প্রকল্প শুধু গৃহহীন পরিবারকে গৃহ বা ঠিকানা দেয়নি তাদের জীবন মান উন্নয়নে এসডিজি বাস্তবায়নে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে। ৪র্থ পর্যায়ে একটি বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ৮৪ হাজার ৫০০ টাকা।
প্রেস ব্রিফিংয়ে এসময়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা পপ্রশাসক নাসরীন সুলতানা প্রমুখ।
এএজেড
