কক্সবাজারে অপহৃত যুবক দু’দিন পর উদ্ধার

কক্সবাজারের কলাতলী থেকে অপহৃত এক যুবককে ২ দিন পর উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। রবিবার (১৯ মার্চ) সন্ধ্যায় খুরুশকুল নয়াপাড়ায় থেকে তাকে উদ্ধার করা হয়।
সোমবার (২০ মার্চ) র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) এএসপি মো. শামসুল আলম খান এসব তথ্য জানান।
তিনি জানান, মো. হোসেন নামের এক বৃদ্ধ র্যাব ক্যাম্পে অভিযোগ করেন। তার জামাতা আশরাফ আলী (২৪) শনিবার (১৮ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলাতলী হতে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন বিকাল ৪টার দিকে একটি নম্বর থেকে ভিকটিমের শ্বশুর হোসেনের মোবাইলে কল করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেলে ভিকটিমকে হত্যার হুমকিসহ ভয়ভীতি দেখায়। অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব। পরে সন্ধ্যায় কক্সবাজার সদরের খুরুশকুল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসজি
