শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পলাশে কলাগাছ কেটে বাগান দখলের চেষ্টার অভিযোগ

নরসিংদীর পলাশে দুই কৃষকের কলাগাছ রাতের অন্ধকারে কেটে বাগান দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আক্তার আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ১৭ মার্চ (শুক্রবার) দিবাগত রাত প্রায় সাড়ে ১০টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা (নার্সারি) এলাকায় এ ঘটনা ঘটে।

জমির মালিক আবু তাহের জানান, প্রায় ৩০ বছর আগে প্রায় ৬ শতাংশ জমি কিনে তাতে বিভিন্ন ফসল চাষাবাদ করে আসছেন। সম্প্রতি প্রতিবেশী আক্তার আলম জমিটুকু দখলের জন্য চেষ্টা চালিয়ে আসছেন। এরই অংশ হিসেবে শুক্রবার রাতে আক্তার আলম উপস্থিত থেকে প্রায় শতাধিক লোকজন নিয়ে কলাগাছ কেটে তার উপর ট্রলি দিয়ে মাটি ভরাট করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দৌড়ে এলে তারা পালিয়ে যায়।

পাশ্ববর্তী জমির মালিক রফিকুল ইসলাম জানান, তিনি প্রায় ১৫ বছর আগে প্রায় ৫ শতাংশ জমি কিনে বিভিন্ন ফসল চাষাবাদ করে আসছেন। আক্তার আলম ওই জমি দখলের আশায় রাতের অন্ধকারে কলাবাগান কেটে মাটি ভরাট শুরু করেন। এই অবস্থায় পলাশ থানার ওসি (তদন্ত) মো. এমদাদুল ইসলামকে মোবাইলে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

অভিযুক্ত আক্তার আলম জানান, ঘটনার দিন রাতে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। কে বা কারা কলাবাগান কেটেছে তা তিনি জানেন না। এ ছাড়া স্কুলের মাঠের জন্য আনা মাটি এখানে রাখা হয়েছে পরে তা সরিয়ে ফেলবেন। এর বাইরে তিনি আর কিছু জানেন না বলে দাবি করেন।

এবিষয়ে পলাশ থানার ওসি (তদন্ত) মো. এমদাদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে মোবাইলে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এ ছাড়া ঘটনাস্থলে একটি মাটি ভরাটের ট্রলি জব্দ করা হয়েছে। এবিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এসএন

Header Ad
Header Ad

গানের ভিডিওতে এবার একসাথে দেখা যাবে শাকিব-সিয়াম ও মিমসহ একঝাঁক তারকাকে

ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান, সিয়াম আহমেদ ও মিমসহ একঝাঁক তারকা নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি প্রাচুর্যপূর্ণ গানের ভিডিও। শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান আসন্ন বিপিএলে যে ঢাকা ক্যাপিটাল নামে টিম কিনেছে সেই টিমেরই থিম সংয়ের শুটিং ছিল এটা। যাতে শাকিব খানের সঙ্গে নেচেছেন দেশের শোবিজের ১৫ জন তারকা। যাতে স্পর্শিয়া, ইরফান সাজ্জাদ, মিথিলা ও সারিকা সাবাও অংশ নিয়েছেন। অংশ নিয়েছেন ঢাকা ক্যাপিটাল দলের খেলোয়াড়রাও।

এফডিসিতে বিশাল সেট, তাতে শুটিং করছিলেন ঢাকাই ছবির একঝাঁক তারকাশিল্পী। শুটিংয়ে অংশ নিয়েছেন ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খানও। প্রথম দেখায় মনে হতে পারে বিগ বাজেটের কোনো সিনেমার শুটিং হচ্ছে বুঝি। নাহ, কোনো সিনেমার শুটিং নয়। গানের শুটিং! অবাক হওয়ার মতোই খবর এটি। কেবল গানের শুটিং? তাতে আবার অংশ নিয়েছেন শাকিব খান, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, ইমন, পূজা চেরি, দীঘির মতো শিল্পীরা। শুধু গানের শুটিংয়ের জন্য তো এই শিল্পীদের এক হওয়ার কথা না।

রাসেল মাহমুদের লেখা গানটি তৈরি করেছেন প্রীতম হাসান। বিএফডিসিতে সেট ফেলে গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন রাকিব আহমেদ। কোরিওগ্রাফির কাজ করেছেন বিল্লাল-রোহান।

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম গানটিতে পারফর্ম করে বেজায় খুশি। পাশাপাশি টিমের দুর্দান্ত জয়েরও আশাবাদের কথা জানালেন। মিম বলেন, সবাই জানেন আমরা রিমার্ক হারল্যান পরিবারের একটি অংশ। প্রতিষ্ঠানটি এখন পুরো বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিষ্ঠান হয়ে উঠেছে। এই প্রতিষ্ঠানটির বিপিএলে টিম হচ্ছে ঢাকা ক্যাপিটাল। আমার বিশ্বাস, নান্দনিক খেলা উপহার দিয়ে এই টিমও সারা বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষদের ভালোবাসার টিম হয়ে উঠবে। সেই সঙ্গে চ্যাম্পিয়ন হবে। ভালো লাগছে টিমের থিম সংয়ের একটি পার্টে আমিও আছি। দারুণ একটি থিম সং হয়েছে। সবকিছুর মতো গানটিতেও চমক রেখেছে হারল্যান টিম। আমার বিশ্বাস, এবারের বিপিএল আসরে সেরা থিম সং হবে এটি।

অভিনেত্রী স্পর্শিয়ার ভাষায়, গানটি আসন্ন বিপিএল আসরের চোখ ধাঁধানো গান হয়েছে। আমার বিশ্বাস, ঢাকা ক্যাপিটাল এবার চ্যাম্পিয়ন হবে।

থিম সংটির শুটিং শেষ। আগামী ৩০ ডিসেম্বর গানটি ঢাকা ক্যাপিটালের ফেসবুক ইউটিউবসহ নানা মাধ্যমে প্রকাশ পাবে বলে জানিয়েছেন টিমের অন্যতম দায়িত্বশীল কর্তা নায়ক ইমন।

তিনি বলেন, রিমার্ক হারল্যান সবকিছুই চমক নিয়ে আসছে। এবার বিপিএলেও চমক হচ্ছে ঢাকা ক্যাপিটাল। আর ঢাকা ক্যাপিটালের পক্ষ থেকে প্রথম চমক হচ্ছে এই গান। আশা করি, গানটি সবার ভালো লাগবে এবং আমরা এবার চ্যাম্পিয়ন হব।

মূলত রিমার্ক হারল্যানের পরিচালক হিসেবে রয়েছেন শাকিব খান। তাঁর নেতৃত্বে এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন ঢাকাই শোবিজের অর্ধডজন তারকা। আগেই ঘোষণা হয়েছে, কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দলটির থিম সং। গানটির শুটিংয়ে তারই প্রমাণ মিলল। শুটিংয়ের পরও ঢাকা ক্যাপিটাল কর্তৃপক্ষ জানালেন গানটি নির্মাণে খরচ হয়েছে কোটি টাকারও বেশি।

গানের শুটিংয়ে অংশ নেওয়া সিয়াম আহমেদ বলেন, আমি রিমার্ক হারল্যানের অ্যাম্বাসাডর হিসেবে আছি। আর ঢাকা ক্যাপিটাল হচ্ছে এই প্রতিষ্ঠানের একটি টিম। তাই ঢাকা ক্যাপিটাল আমাদেরও টিম। সেই টিমের সদস্য হিসেবেই থিম সংয়ে পারফর্ম করা। দারুণ একটি গান হয়েছে; যা ঢাকা ক্যাপিটালের শক্তি, বুদ্ধিমত্তা ও দক্ষতার জানান দেবে।

Header Ad
Header Ad

নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের পেজ থেকে সমন্বয়কদের হুমকি!  

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন নামের ননভেরিফাইড এক ফেসবুক পেইজ থেকে এক পোস্টের মাধ্যমে সমন্বয়ক ও সহসমন্বয়কের হুমকি দেওয়া হয়েছে।

গেল বুধবার (২৫ ডিসেম্বর) রাতে এই হুমকি দেওয়া হয়।

সমন্বয়ক ও সহসমন্বয়কের তালিকার কথা উল্লেখ করে ওই পোস্টে বলা হয়, ‘১৫৮ জন সমন্বয়ক ও সহসমন্বয়কের তালিকা অনুযায়ী পরিবারের সদস্যদের তথ্য এবং তাদের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে। একটিকেও পালাতে দেওয়া হবে না।’

পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘যারা এই তালিকায় আছেন, তাদের বিরুদ্ধে দেশদ্রোহী কার্যকলাপের অভিযোগ রয়েছে। তাদের সম্পর্কিত সব তথ্য সংগ্রহ করা হবে, যাতে পালানোর কোন সুযোগ না থাকে।’

তবে ননভেরিফাইড ফেসবুক পেইজ হওয়ায় পেজটি ছাত্রলীগ নেতার কিনা তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি। পেইজটিতে প্রায় ২ লাখ ফলোয়ার সংখ্যা রয়েছে।

এদিকে, ফ্যাক্ট রিউমার স্ক্যান এখনও নিশ্চিত করে বলেনি বক্তব্যটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের কিনা।

Header Ad
Header Ad

জামায়াতে ইসলামীকে নাম পরিবর্তনের পরামর্শ ফরহাদ মজহারের  

লেখক, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীকে ‘জামায়াতে ইসলামী’ নামে বাংলাদেশের রাজনীতি করা উচিত নয় বলে মনে করেন লেখক, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। কেন তাদের এ নামে রাজনীতি করা উচিত নয়, বাংলাদেশের স্বাধীনতায় তাদের ভূমিকা, দলটির গণতান্ত্রিক চিন্তাধারা বিভিন্ন বিষয় নিয়ে দেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেন এই বিশ্লেষক।

ফরহাদ মজহার বলেন, জামায়াতে ইসলামীর চিন্তাধারাটা কী? আধুনিক ইসলামী জাতিবাদী চিন্তা এই তো? এটা গড়ে উঠছে জাতিবাদীর সময়; ঠিক আছে। আর বাংলাদেশে রাজনৈতিকভাবে তারা কী চান? তারা কিন্তু গণতন্ত্র চান। তারা কিন্তু বলছেন জামায়াতে ইসলামী, তারা কিন্তু আমাদের যে গণপ্রতিনিধিত্ব আইন যেটা বা যে নির্বাচন সংক্রান্ত যে আইন আছে, সেখানে তো তারা দাখিল করেছেন তাদের কর্মসূচি ও গঠনতন্ত্র।

তিনি আরও বলেন, সেখানে তারা কী চাইছেন গণতন্ত্র, গণতন্ত্র চাইছেন তো? তারা যদি গণতন্ত্র চায়, আমার তো কোনো বিরোধ নাই। তবে এখানে কিন্তু আছে। আমি মনে করি, জামায়াতে ইসলামীকে ‘জামায়াতে ইসলামী’ নামে বাংলাদেশের রাজনীতি করা উচিত নয়। এটা আমাদের এই বাংলাদেশের তার যে জাতিগত সত্তা বাংলাদেশের যে ইতিহাস, এটা কিন্তু তার বিরোধী। কেন? কারণ জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে সমর্থন করেনি। এই নামে তারা করেনি ফলে আমি জামায়াতে ইসলামীর যারা নেতা আছেন, তাদের যারা সদস্য আছেন, বিনয়ের সঙ্গে তাদের বলব, অবিলম্বে তারা যেন এই নামটা বদলান।

এই লেখক ও চিন্তক বলেন, বাংলাদেশে বাঙালি জনগোষ্ঠী যারা ৭১ সালের লড়াইয়ের মধ্য দিয়ে রাষ্ট্রটা কায়েম করেছে, এটা কিন্তু এটার সঙ্গে অসংগতি। ফলে আমি মনে করি যে এই নামটা বাদ দেওয়া উচিত। কিন্তু তার মানে এই নয় যে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তারা রাজনীতি অবশ্যই করবে এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে। কিন্তু এটা তো এর বাইরে। আমি কখনো দেখিনি তারা আমাকে কিছু বলেছে, যেটা আমার জন্য আপত্তিকর হতে পারে। ইসলাম তো আমার সংস্কৃতির অংশ, ইসলাম আমার দার্শনিক চিন্তায় ভূমিকা রাখবে। আমি যেহেতু একটা মুসলিম পরিবার জন্মগ্রহণ করেছি।

ফরহাদ মজহার বলেন, ইসলাম আমার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, ফলে ইসলামের দার্শনিক দিকের ইসলামের যে তত্ত্বগত দিক ইসলামের যে ইতিহাস এটা তো আমাকে প্রভাবিত করবে; হ্যাঁ এটা তো আপনি পার্থক্য করতে পারবেন না কৃত্রিমভাবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গানের ভিডিওতে এবার একসাথে দেখা যাবে শাকিব-সিয়াম ও মিমসহ একঝাঁক তারকাকে
নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের পেজ থেকে সমন্বয়কদের হুমকি!  
জামায়াতে ইসলামীকে নাম পরিবর্তনের পরামর্শ ফরহাদ মজহারের  
দুদকের জালে খোদ দুদকের সদ্য সাবেক কমিশনার
পুড়িয়ে দেওয়ার আগেই দুই ট্রাক নথিপত্র আটক করলো জনতা  
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ফিরে যেতে চাই: উপাচার্য হাছানাত আলী
সচিবালয় ছিল দালালদের হাটবাজার: ডেপুটি প্রেস সেক্রেটারি
সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
অর্থপাচারের ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে: রিজভী
ইউপি সদস্যকে ধর্ষণ, পরে মুখে বিষ ঢেলে হত্যা!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে
ঐক্যবদ্ধ না হলে পরাশক্তিরা মাথায় কাঁঠাল ভেঙে খাবে: আজহারী
মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় ৩৩ জন নিহত, পালিয়েছে অন্তত ৬ হাজার বন্দি
আজ বন্ধুকে কল করার দিন
নাগরিক কমিটির ৩৬ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা
গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩৭ জন নিহত
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৬ বাংলাদেশি জেলে
সচিবালয়ের সকল বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকেরাও
শেখ হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
দুর্নীতিবাজদের ফাইলগুলো পুড়ে গেছে : রুহুল কবির রিজভী