পরশুরাম ও ফুলগাজী উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে

ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ও ফুলগাজী সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়।
পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. ইয়াসিন মজুমদারের মৃত্যুতে এই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল বারেক মজুমদার আপেল, মোহাম্মদ আজিম টিউবওয়েল, মোহাম্মদ লোকমান হোসেন তালা, আব্দুর রউফ মোরগ, ইসমাইল মজুমদার পিন্টু ফুটবল প্রতীকে। এই ওয়ার্ডের মোট ভোটার ২ হাজার ৯৪২ জন।
অপরদিকে ফুলগাজী সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে শারমিন সুলতানার মৃত্যুতে ওয়ার্ড ৩টিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছে ১০ হাজার ৮০০ জন।
এ ব্যাপারে নির্বাচনে নিয়োজিত প্রিজাইডিং অফিসার মো. ইমরান হোসেন জানান, সকাল সাড়ে ১১টা পর্যন্ত ২৫% ভোট গ্রহণ হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছে।
এসআইএইচ
