উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন৷ বুধবার (১৫ মার্চ) রাত ৯টা ও ১০টার দিকে কাস্টম টিভি টাওয়ার এলাকার ঢালুতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ৯টায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাফি মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন আরও দুই পথচারী। এ ছাড়াও রাত ১০টার দিকে অ্যাম্বুলেন্স উল্টে আরো দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হন একজন৷
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
প্রথম ঘটনায় নিহত রাফি থাইংখালী তাজনিমার খোলা এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। বাকী হতাহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, বুধবার রাতে টিভি টাওয়ার ঢালুতে ট্রাক-পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপচালক নিহত হওয়ার কিছুক্ষণ পর একটি অ্যাম্বুলেন্স উল্টে মা-ছেলে নিহত হয়। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়টি নিশ্চিত করে উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, পৃথক দুটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন তিনজন৷ এ ঘটনার সাথে সাথে সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি জব্দ করা হয়েছে।
এসআইএইচ
