আগামীকাল থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ

সরকার ইমপোর্ট পারমিট না দেওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে ভারত থেকে দেশে পেঁয়াজ আমদানি। আগামীকাল থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরসহ দেশের অন্যান্য বন্দরেও কার্যকর হচ্ছে সরকারের এ নির্দেশনা। তবে, সরকারের সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।
এপ্রসঙ্গে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, আজ বুধবার (১৫ মার্চ) পর্যন্ত আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারবেন। আগামীকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে ইমপোর্ট পারমিট না থাকায় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাচ্ছে।
সরকার ইমপোর্ট পারমিট না দেওয়াকে যুগান্তকারী সিদ্ধান্ত জানিয়ে তিনি আরও বলেন, মূলত দেশীয় পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। সেকারণে এখন ভারত থেকে পেঁয়াজ আমদানি করলে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্থ হবেন। তারা সঠিক মূল্য পাবেন না। সেকারণে পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে।
এএজেড
