পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি, যত্রতত্র ময়লার স্তূপ
পরিচ্ছন্নতা কর্মীকে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এ কারণে ভাগাড়ে পরিণত হয়েছে পৌর এলাকা। দুর্গন্ধে বাসাবাড়ি ও বাজারে থাকা দুঃসহ হয়ে উঠেছে ফেনীর ছাগলনাইয়া পৌরসভার বাসিন্দারা। পরিচ্ছন্নতাকর্মীদের দাবি, অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত কাজে ফিরবেন না তাঁরা। এনিয়ে উভয়পক্ষ থানায় অভিযোগ দিয়েছে।
অভিযোগপত্র থেকে জানা গেছে, মঙ্গলবার ভোরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বাজার ঝাড়ু দেওয়ার কাজে বাঁধা দেন নাছির উদ্দিন নামে এক ব্যক্তি। এনিয়ে বাগ্ বিতণ্ডার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হন পরিচ্ছন্নতাকর্মী দেলোয়ার। এর প্রতিবাদে তাৎক্ষণিক কাজ বন্ধ রেখে পৌর ভবনে গিয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন পরিচ্ছন্নতাকর্মীরা।
পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতির কারণে পৌরসভার প্রধান জমদ্দার বাজারের বড় বিপণিবিতানগুলোর সামনে ময়লার স্তূপ জমে গেছে। এ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এ কারণে দোকান বন্ধ করে রেখেছেন অনেকে। একই অবস্থা শিক্ষাপ্রতিষ্ঠানসহ শত শত বাসা বাড়ির।
ছাগলনাইয়া পৌরসভার ময়লাবাহী গাড়ির চালক মো. অহিদ জানান, হামলাকারীর বিচার ও গ্রেপ্তার না হওয়া পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি চলবে।
আহত দেলোয়ার জানান, মঙ্গলবার ভোরে বাজার পরিষ্কারে বাধা দেন বাঁশপাড়া এলাকার মাষ্টার বাড়ির নাছির উদ্দিন। এ নিয়ে বাগ্ বিতণ্ডার জেরে মারধর করেন তিনি।
অভিযুক্ত নাছির উদ্দিনের ভাষ্য, মঙ্গলবার ভোরে কৃষি শ্রমিকের জন্য বাজারে যান তিনি। এ সময় তাঁকে ট্রলি দিয়ে পেছন দিকে ধাক্কা দিয়ে পা কেটে দেন পরিচ্ছন্নতা কর্মীরা। এর কারণ জানতে চাইলে দেলোয়ারের নেতৃত্বে সবাই তাঁকে গালাগাল করে হত্যার হুমকি দেয়। এ সময় দেলোয়ারকে গলা ধাক্কা দিয়ে বাড়িতে চলে যান তিনি।
উভয় পক্ষের অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার এএসআই মশিউর রহমান। ছাগলনাইয়া পৌরসভার প্রধান নির্বাহী আবদুল হাই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁর দাবি, এটি এখন পুলিশের এখতিয়ারে।
এএজেড