হায় পল্লীবিদ্যুৎ হায় কৃষকের সেচ!

হায় পল্লীবিদ্যুৎ, হায় সেচ পাম্প মালিক। মাত্র এক মাসের বিদ্যুত বিল বকেয়া থাকায় সেচ সংযোগ লাইন কেটে দিয়েছেন পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ। এ ঘটনায় বিপাকে পড়েছেন ওই সেচ পাম্পের আওতায় ইরি-বোরো চাষাবাদ করা কয়েকশ গ্রাহক।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার আরাজি দেওডোবা গ্রামে। জানা গেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের বাসিন্দা জলধর চন্দ্র বর্মন পল্লীবিদ্যুৎ থেকে সেচ পাম্প লাইন সংযোগ নিয়ে কয়েকশ কৃষকের প্রায় ২৫ বিঘা জমিতে ইরি-বোরো ধানের চাষাবাদ করেছেন।
পারিবারিক সমস্যার কারণে চলতি বছরের জানুয়ারি মাসের সেচের বিদ্যুত বিল ৩০৮ টাকা সঠিক সময়ে দিতে পারেননি। ফলে ওই বকেয়া বিদ্যুৎ বিল ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিলের সঙ্গে সংযুক্ত হয়ে আসে। ওই বিলে মার্চের ১৯ তারিখের মধ্যে জরিমানাসহ বকেয়া বিল দেওয়ার কথা বলা রয়েছে। কিন্তু আদিতমারী পল্লীবিদ্যুৎ এরিয়া অফিসের লাইনম্যান খলিল মিয়া আকস্মিকভাবে ওই সেচ পাম্পের সংযোগ বিচ্ছন্ন করে দেন। ফলে বিপাকে পরেন সেচ পাম্প মালিক জলধর রায় ও সেখানকার কৃষকরা।
এদিকে আদিতমারী পল্লীবিদ্যুৎ এরিয়া অফিসের তথ্য মতে, সেচ পাম্প মালিক জলধর রায়ের নাম এখনও বকেয়া সীটে আসেনি। এমনকি এক মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করার কোন নিয়ম নেই।
আরাজি দেওডোবা গ্রামের সেচ পাম্প মালিক জলধর রায় বলেন, জানুয়ারী মাসের বিদ্যুৎ বিল ৩০৮ টাকাসহ ফেব্রুয়ারি মাসের দেয়া বিদ্যুৎ বিলের টাকা জরিমানা ছাড়া ১৯ মার্চ নির্ধারন ছিল। কিন্তু আজকে বকেয়াসহ বিদ্যুৎ বিল দেয়ার আগেই পল্লীবিদ্যুৎ অফিসের লাইনম্যান সংযোগ কেটে দিয়েছেন। তিনি আরো জানান, অনেক আকুতি করে বলেছি,দয়াকরে বিলটা পরিশোধ করার সুযোগ দেন কিন্তু তিনি কোন কথাই শোনেননি।
এবিষয়ে আদিতমারী পল্লীবিদ্যুৎ এরিয়া অফিসের লাইনম্যান খলিল মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, এক মাসের বিল বকেয়া থাকায় লাইন কেটে দেয়া হয়েছে। বকেয়া সীটে তার নাম আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি দাবী করেন ,সীটে নাম রয়েছে, তবে তা দেখাতে পারেননি তিনি।
এদিকে এর কিছুক্ষণ পর লাইনম্যান খলিল মিয়া এ প্রতিনিধিকে ফোন করে বলেন, ভাই কিছুক্ষণের মধ্যে পুনরায় সংযোগ দিচ্ছি। আদিতমারী পল্লীবিদ্যুৎ এরিয়া অফিসের সহকারী ডেপুটি জেনারেল ম্যানেজার (এজিএম,কম) এএসএম রকিবুল হাসান জানান, এক মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকলে লাইন কাটার কোন নিয়ম নেই। তিনি বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এএজেড
