স্ত্রীর দাবি নিয়ে দুই নারীর অনশন, দ্বিতীয় স্ত্রীও স্বামীর অপেক্ষায়
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জগশ্বর এলাকায় এক ব্যক্তির বাড়িতে স্ত্রীর দাবি নিয়ে দুই নারীর আমরণ অনশন ধর্মঘটের খবর পাওয়া গেছে৷ দুই নারীর দাবি, তারা ওই বাড়ির কাতার প্রবাসী রাজা খাঁর বিয়ে করা স্ত্রী। এদিকে এলাকায় তার বিয়ে করা স্ত্রী স্বামীর ফেরার অপেক্ষায় আছেন!
সোমবার (১৭ জানুয়ারি) অনশনে বসা একজন নারীর বাড়ি বগুড়া, অপরজনের বাড়ি দিনাজপুরে। বেশ কিছুদিন যাবৎ রাজা খাঁর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয়। কিন্তু হঠাৎ তাদের দুজনের সঙ্গে রাজা খাঁ যোগাযোগ বন্ধ করে দিলে বগুড়া ও দিনাজপুর থেকে দুইজন এক হয়ে রবিবার ভেড়ামারায় আসেন।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে দুই নারী রাজার সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টি জানিয়েছেন, পরে কোনো সমাধান না পেয়ে রাজা খাঁর বাড়ির সামনে অনশনে বসে সারারাত অবস্থান করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ১ বছর আগে কাতারে থাকা অবস্থায় রাজা খার স্ত্রী দুই সন্তান রেখে বিষপানে আত্মহত্যা করেন। পরে আল্লারদর্গা এলাকার অপর এক নারীকে বিয়ে করেন রাজা খাঁ। এখন নতুন করে বগুড়া ও দিনাজপুর থেকে আরও দুই নারী এসে রাজা খাঁর স্ত্রী দাবি করে আমরণ অনশন করছেন।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজা খাঁর পরিবারের সদস্যরা কেউ এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি৷
/এএন