রংপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা

রংপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রেখে বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে নগরীর বিভিন্ন ওষুধের দোকানে সিটি করর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।
রংপুর নগরীর রাজা রামমোহন মার্কেটের পাশে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ রেখে বিক্রির দায়ে পপুলার ফার্মেসি ১৫ হাজার, শিমু ফার্মেসি ৫ হাজার, মেট্রো ফার্মেসি ৫ হাজার, আশা ফার্মেসি ও সার্জিকাল ৫ হাজার ও মুন ফার্মেসিকে ২ হাজার মোট ৫ ফার্মেসি মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
ওষুধ প্রশাসন ও সিটি করর্পোরেশনের যৌথ অভিযানের সময় পরবর্তীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখতে সর্তক করা হয়। যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন সিটি করর্পোরেশনের রংপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
রংপুর সিটি করর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, জীবন বাঁচাতে যে ওষুধ, তা মেয়াদোর্ত্তীর্ণ হওয়ায় মানুষের যেন মৃত্যুর কারণ না হয়, সে জন্য নিয়মিত এ অভিযান চলবে। সেই সঙ্গে সতর্ক করে দেওয়ার পরও যদি কোন ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখে তাহলে কঠোর শাস্তি প্রদান করা হবে।
রংপুরের ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম বলেন,অনিবন্ধিত, ফুড সাপ্লিমেন্ট, মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুত রাখার ব্যাপারে নিয়মিত অভিযান চলছে। যৌথ অভিযানে সার্বিক নিরাপত্বাদেন রংপুর মেট্রোপলিটন পুলিশ।
এএজেড
