বগুড়ায় অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নিহত ৩
বগুড়ার নন্দীগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন। সোমবার (১৩ মার্চ) সকাল ৮টায় উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশাচালক হেফজুল ইসলাম (৪৫), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম (৩) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। নাটোর গামী পিকআপ ভ্যানের সঙ্গে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ ৩ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পিকআপভ্যান চালক, চালকের সহকারী এবং অটোরিকশার চার যাত্রী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, অটোরিকশা ও পিকআপ ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এসএন