সুষ্ঠু নির্বাচনের দাবীতে স্বতন্ত্র প্রাথীর সাংবাদিক সম্মেলন

চুয়াডাঙ্গা উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণায় আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবজালুর রহমান ধীরুর কর্মীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ও সুষ্ঠু নির্বাচনের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছেন। শনিবার বেলা আড়াইটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান প্রার্থী আবজালুর রহমান ধীরু সাংবাদিক সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, আগামী ১৬ মার্চ উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনারস প্রতীকে ভোট চাওয়া ও প্রচার-প্রচারণা চালানোর সময় গত শুক্রবার (১০ মার্চ) রাত অনুমানিক সাড়ে ৯টার দিকে ১৫/১৬ টি মোটরসাইকেলযোগে একদল বহিরাগত দূর্বৃত্ত রামদা ও হকিস্টিকসহ আমার বাড়ির সামনে মহড়া দেয়।
আমাকে গালাগালিসহ আমার বাড়ির প্রাচীরে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এবং বহিরাগত দূর্বৃত্তরা উথলী গ্রামবাসী, আমার সমর্থক আকাশ, সাহাঙ্গীরসহ ৬জনকে মারধোর করে গুরুতর আহত করে। দূর্বৃত্তরা ভোটের মাঠে গেলে খুঁন গুম করার হুমকি দেয়। আহতদের মধ্যে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে আকাশের বাম হাতের ৩টি আঙুলের শির কেটে যায়। তাকে শুক্রবার রাতে চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জীবননগর থানায় অভিযোগ করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরও লিখিত অভিযোগ করা হয়েছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবজালুর রহমান ধীরু তার বক্তব্যে বহিরাগতদের হামলার তীব্র প্রতিবাদ জানান ও সুষ্ঠু নির্বাচনের দাবীসহ যানমালের নিরাপত্তার দাবী করেন।
এএজেড
