তত্ত্বাবধায়ক সরকার একটি পশুর দল: সংসদ রমেশ

দেশ যখন উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি, জামায়াত দ্রব্য মূল্যের দাম নিয়ে নানা বিষয়ে নৈরাজ্য ও ষড়যন্ত্র শুরু করেছে। তাই তাদের নৈরাজ্য ও ষড়যন্ত্র বিরুদ্ধে রুখতে দেশ জুড়ে শান্তি সমাবেশে করছি। তারা তত্ত্বাবধায়ক ছাড়া কিছুই বুঝেনা। তত্ত্বাবধায়ক একটি পশুর দল এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
দেশব্যাপী বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে শনিবার (১১ মার্চ) সকাল ১১টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্রমূলক পথে হাঁটছে। আমরা কেন কর্মসূচি বাদ দিয়ে মাঠ খালি রাখব? তারা খালি মাঠে কত ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে তা সবাই জানে। ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বোঝে না। স্বাধীনতার অপ-শক্তি বিএনপি, জামায়াত যতোই ষড়যন্ত্র করুক না কেন, দেশনেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
সাংসদ আরও বলেন, মির্জা ফখরুল কথায় কথায় বলেন আওয়ামী লীগ নাকি অবৈধভাবে ক্ষমতা দখল করে আছি। অথচ ঠাকুরগাঁও বিএনপির কার্যালয়টি অবৈধভাবে আছেন৷ তারা সরকারের জমি দখল করে অফিস করে আছেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা কেন চুপ করে আছেন তাদেরকে বের করে দিন।
এর আগে বিএনপির মানববন্ধন শুরু হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের মাইক'র লাইন বিচ্ছিন্ন করে দিয়ে ভাঙচুরা চেষ্টা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়াম্যান মুহা. সাদেক কুরাইশীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়াম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মো. মোশারুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমানআরা বর্ণ্যা, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলসহ জেলার বিভিন্ন নেতাকর্মীরা।
এএজেড
