রংপুরে গ্রামীণ টেলিকমের কর্মীদের মানববন্ধন

রংপুরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারীরা শ্রম আইনে প্রাপ্য লভ্যাংশ ও বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন।
শনিবার (১১ মার্চ) দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা-কর্মচারী এ মানববন্ধন করেন।
মানববন্ধনে গ্রামীণ টেলিকমের এরিয়া ম্যানেজার শাহাদত হোসেন অভিযোগ করে বলেন, নোবেলজয়ী ড. ইউনূস গ্রামীণ টেলিকমের কর্ণধার। আমরা যারা কর্মকর্তা-কর্মচারী আছি সবাই ওই প্রতিষ্ঠানের ট্রাস্টি। সে হিসেবে প্রত্যেকেই মোট লভ্যাংশের শতকরা ৫ ভাগ প্রতিবছর পরিশোধ করার কথা। কিন্তু পাওনা পরিশোধ না করে উল্টো অনেককে চাকরিচ্যুত করেছেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও লভ্যাংশের শতকরা ৫ ভাগ অর্থসহ বকেয়া টাকা আমরা দীর্ঘদিন ধরনা দিয়েও পাচ্ছি না।
তিনি আরও বলেন, ড. ইউনূসের মতো সম্মানিত ব্যক্তি যদি সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া টাকা পরিশোধ না করে তাহলে দেশের মানুষ তার কাছে কী আশা করবে সেটা আমাদের জানা নেই। আমাদের দাবি, আইন অনুযায়ী গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারীদের সব বকেয়া পাওনা পরিশোধ না করলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।
কর্মকর্তা-কর্মচারীরা এ বিষয়ে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
এসজি
