'হারাম সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না'

আওয়ামী লীগের মন্ত্রীরা বিদেশীদের হাত পা ধরছেন বিএনপিকে শুধু নির্বাচনে আনার জন্য। বিএনপিকে নির্বাচনে এনে আওয়ামী লীগ তাদের ক্ষমতা জায়েজ করতে চায়। কিন্তু বিএনপির স্পষ্ট বক্তব্য এ হারাম সরকারের অধীনে নির্বাচনে যাবে না। আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায় সরকারের অধীনে। সরকার আদানি গ্রুপের সঙ্গে মোটা অংকের চুক্তি করেছে। আদানি গ্রুপের মাধ্যমে ভারতকে ট্যাক্স দিচ্ছে যাতে আরও ক্ষমতায় থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
শনিবার (১১ মার্চ) বেলা ১১টায় ঠাকুরগাঁও বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা পুরো ধ্বংস হয়ে গেছে। এখন এলসি খোলা যায় না। এভাবে চলতে থাকলে কয়েকদিন পরেই দেশ শ্রীলংকা হয়ে যাবে। বাংলাদেশকে বাঁচাতে হলে এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। ১৮ সালের নির্বাচনে শেখ হাসিনার কথা রাখেনি বরং সংলাপের নামে ধোঁকাবাজি করেছে।
বিএনপির এ নেতা বলেন, কথায় কথায় আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়, হয়রানি করা হয় । প্রতিবাদ করলেই গ্রেপ্তার করে নিয়ে যায়। আমরা কোনো অপরাধ করি না, তারপরও আমাদের উপর থেকে জুলুম করা হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নির্দলীয় সরকার অধীনে নির্বাচন হতে হবে। মানববন্ধন আরো বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ সহ আরও অনেকেই।
এএজেড
