রংপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

রংপুর জেলা প্রশাসন ও রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রংপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। বুধবার (৮ই মার্চ) সকাল সাড়ে ১০ টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে রংপুর টাউনহল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিগণ নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং উন্নত বাংলাদেশ গড়ার পথে নারীদের ভূমিকার বিষয়ে আলোকপাত করেন। এ বছরের নারী দিবসের মূল প্রতিপাদ্য, 'ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন'। আলোচনা সভা শেষে দুই জন নারীকে সম্মাননা প্রদান করেন বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর রেঞ্জের পুলিশ সুপার মোঃ আব্দুল লতিফ, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সাইফুজ্জামান ফারুকী, রংপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোছাঃ রোজী রহমান, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব রহামন হাবু, রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কাওসার পারভীন সহ বিভিন্ন এনজিওর নেতৃবৃন্দগন। আলোচনা শেষে প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে নারীদের মাঝে সম্মাননা প্রদান করেন।
এএজেড
