ফসল রক্ষা বাঁধের কাজ সঠিক সময়ে সম্পন্নের তাগিদ
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ফসল রক্ষায় বাঁধের কাজের বর্ধিত সময়ের আর মাত্র দুই দিন বাকি। শনিবার সুনামগঞ্জের হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শনে এসে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। এবং ৭ মার্চ এর মধ্যেই কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
কাজের গতি দ্রুত বৃদ্ধি ও কাজের তদারকির জন্য সোমবার সকাল থেকে পানি সম্পদ মন্ত্রনালয়ের তিনজন উচ্চ পদস্থ কর্মকর্তা জেলার শান্তিগঞ্জ,জামালগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করছেন। এসময় যেসকল বাঁধে ত্রুটি রয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের সেসব ত্রুটি সংশোধন করে কাজ সম্পন্ন করার তাগিদ দিচ্ছেন পরিদর্শক দলের সদস্যরা।
সুনামগঞ্জের ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শনে আছেন পানি সম্পধ মন্ত্রনালয়ের উপ সচিব এসএম সরওয়ার কামাল,শাহ ইয়ামিন উল ইসলাম, মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। মন্ত্রনালয়ের এই তিন সদস্য আগামি তিনদিন সুনামগঞ্জের হাওরাঞ্চলে অবস্থান করবেন এবং কাজের তদারকি করবেন বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহি প্রকৌশলী মো: শামসুদ্দোহা।
পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো: শামসুদ্দোহা জানান, সোমবার পর্যন্ত ফসলরক্ষা বাঁধের কাজের অগ্রগতি ৯০ শতাংশ শেষ হয়েছে। তিনি আরও জানান, সুনামগঞ্জে এবার ২০৩ কোটি টাকা ব্যয়ে ১০৭৮ টি প্রকল্পের মাধ্যমে ৭৩৫ কিলোমিটার বাঁধের কাজ হচ্ছে। এই পর্যন্ত বরাদ্দ ছাড় হয়েছে ১০০ কোটি টাকা।
নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যে শুরু হওয়া কাজ শেষ হবার নির্দেশনা আছে ২৮ ফেব্রুয়ারিতে। গেল ১৫ ফেব্রুয়ারি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম কাজের অগ্রগতি দেখে মেয়াদ বর্ধিত করে ২৮ ফেব্রুয়ারির স্থলে সাত মার্চ পর্যন্ত বর্ধিত করেন।
এএজেড