রংপুরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু

রংপুরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। বই পড়ার অভ্যাস ও জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষিত-সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে রবিবার (৫ মার্চ) পাবলিক লাইব্রেরি মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, লেখক ও সংগঠক ডা. মফিজুল ইসলাম মান্টু, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম।
বইমেলায় ৩১টি স্টলে জেলার বিভিন্ন প্রকাশনী ও লাইব্রেরি নানা বইয়ের সমাহার ঘটিয়েছে। দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিদিন মেলা চালু থাকবে। এ ছাড়া বইমেলাকে ঘিরে কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, চিত্রাংঙ্কন, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোতিা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসজি
