আওয়ামী লীগ ক্রীতদাসের মতো ব্যবহার করেছে: জিএম কাদের

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপ-নেতা জিএম কাদের এমপি জেলা জাতীয়পার্টির যৌথ সভায় বলেছেন, জোটের রাজনীতিতে আওয়ামী লীগ বন্ধুত্বের নামে জাতীয় পার্টিকে দাস বানানোর চেষ্টা করেছে। তারা ক্রীতদাসের মতো ব্যবহার করেছে হুকুম করেছে, আমাদের কোন প্রকারের সুযোগ দেয়নি বলে মন্তব্য করেছেন। শনিবার সন্ধায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা পার্টি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।
জাপা চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করে বলেন, রাজনীতিতে জাতীয় পার্টি বন্ধুত্ব করবে কিন্তু কারো দাসত্ব করবে না। বন্ধুত্বের নামে এখন পর্যন্ত যা করেছে সেটা হলো আমাদেরকে দাস বানানোর চেস্টা করছে আওয়ামী লীগ। তারা আমাদেরকে ক্রীতদাসের মতো ব্যবহার করেছে। তারা আমাদেরকে শুধু হুকুম করেছে। সরকারি কোন সুযোগ সুবিধা দেয়নি। আমাদেরকে সরকারি কোন বরাদ্দ দেয় নাই। সম্মান দেই নাই।
আমরা সম্মানের জন্য রাজনীতি করি। আমরা আর এমন কারো সঙ্গে বন্ধুত্ব করবো না এমন কোন রাজনীতি করবো না। যেখানে আমরা সম্মানের সঙ্গে তাদের চোখে রেখে কথা বলতে পারবো না। আমাদের মতামত তাদের সাথে শুনতে হবে। তাহলে আমরা তাদের মতামত শুনবো। সেরকম না হলে আমরা কারো সঙ্গে রাজনীতিতে বন্ধুত্ব করবো না। সামনে রমজান মাস। সরকার এবং দলীয় সিন্ডিকেট থাকায় দাম বেড়ে যায় দ্বিগুন। কিন্তু সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। এর সব দায় সরকারের।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, আদিলুর রহমান আদিল এমপি, মহানগর সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ সভাপতি জাহিদুল ইসলাম, জেলা যুগ্ম আহবায়ক শাফিউল ইসলাম শাফি,জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চেয়ারম্যান, মহানগর যুব সংহতি সভাপতি শাহীন হোসেন জাকির, মহানগর ছাত্র সমাজ সভাপতি ইয়াসিন আরাফাত আসিফ, জেলা ছাত্র সমাজ সভাপতি আরিফুর রহমন, মহানগর ছাত্র সমাজ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা কর্মিরা।
এএজেড
