সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় আটক ৩

পূর্ব সুন্দরবনের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ি এলাকার খালে শুক্রবার দুপুরে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় বনরক্ষীরা
কীটনাশকসহ ৩ জনকে আটক করেছে বনরক্ষীরা। এসময় একটি ভেসাল জাল ও নৌকা জব্দ করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ মার্চ) দুপুরে ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহল কালে বনের
ইসমাইলের ছিলা নামক এলাকার খালে বিষ দিয়ে মাছ ধরার সময় ৩ জনকে হাতে-নাতে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হচ্ছে, আসাদুল মল্লিক, মিরাজুল মল্লিক, নাঈম মুন্সি, এদের বাড়ি শরণখোলা উপজেলার মধ্য সোনাতলা গ্রামে। এসময় জাকির মল্লিক নামে একজন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ১ প্যাকেট বিষ, একটি ডিংগি নৌকা ও একটি ভেসাল জাল জব্দ করা হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, কীটনাশকসহ আটকদের বিরুদ্দে
বন মামলা দায়ের করে তাদের বাগেরহাট আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এএজেড
