বিয়ের পিড়িতে ইন্দোনেশিয়ার তরুণী, দেনমোহর এক ডলার
ফেসবুকে পরিচয় থেকে প্রেম। তারপর দীর্ঘ ৫ বছরের অপেক্ষা। অবশেষে বিয়ের পিড়িতে বসেছেন ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া (২৩) ও পটুয়াখালীর বাউফলের যুবক মো. ইমরান হোসেন। বুধবার (১ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে ইমরানের বাড়িতে এক ইউএস ডলার দেনমোহর ধার্য করে তাদের বিয়ে হয়।
স্থানীয় এক মসজিদের ইমাম মাও. মো. শহিদুল্লাহ এ বিয়ে পড়ায়। বিয়ে উকিল বাবা হিসেবে ছিলেন ইমরানের দাদা মো. সিদ্দিক হাওলাদার। এক ডলার দেহমোহরের বিষয়ে ইমরান জানান, নিকি ইচ্ছে অনুযায়ী বিয়ের দেনমোহর ১ডলার ধার্য করা হয়। যা বাংলাদেশি টাকায় ১০১ টাকা ধরা হয়।
পরে রাত ৮টার দিকে তাদের গায়ে হলুদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছেলে ও ছেলের গায়ের হলুদ ছোঁয়া দেন ইমরানের মা মাছাম্মত বিথী আকতার। এর আগে সকালে ১১টার দিকে পটুয়াখালী জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমানের আদালতে বিয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।
আদালতের আইনজীবী মো. শাহীন সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করে জানান, ইন্দোনেশিয়ান সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে নিকি উল ফিয়া সঙ্গে পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. ইমরান হোসেন বিয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া আদালতে সম্পন্ন হয়েছে। বৃহস্পিতবার (২ মার্চ) ইমরানের বাড়িতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইমরানের বাবা দেলোয়ার হোসেন।
ইমরান বলেন, ২০১৬ সালে ফেসবুকে নিকির সাথে পরিচয় হয়। সেখান থেকে প্রেম সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সালে নিকি বাংলাদেশে আসে। তবে আমার বিয়ের উপযুক্ত বয়স না হওয়ায় আমাদের বিয়ে হয়নি। যার কারনে নিকি তার দেশে ফিরে যায়। দেশে ফিরে যাওয়ার সময় নিকি কথা দিয়েছিল সে আমার জন্য অপেক্ষা করবে। নিকি তার কথা রেখেছে। ৫ বছর পর সে আবারও বাংলাদেশে এসেছে। আজ (বুধবার) আমরা দেশের প্রচলিত আইনানুযায়ী বিয়ে করেছি।
ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া বলেন, আজকের দিনের জন্য আমি খুব খুশি। ইমরানের মা মোছাম্মত বিথী আকতার বলেন, উল ফিয়াকে আমার খুব ভালো লেগেছে। আমরা ছোট পরিসরে পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আয়োজন করেছি।
উল্লেখ্য, নিকি উল ফিয়া গত সোমবার মধ্য রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বুধবার সকালে নিকি ও ইমরান পুটয়াখালী আসেন। আদালতে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
এএজেড