আমাদেরকে উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সারাবিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তির নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাবিশ্বকে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছেন। আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে যেভাবে সারাবিশ্বকে চমকে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে তিনি সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন সেই অনুভুতি নিয়ে আমাদেরকে উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে।
এ সময় মন্ত্রী বলেন,যারা আমাদের উন্নয়ন চায় না,যারা বাঙালি জাতি হিসেবে বিশ্বের দরবারে এদেশের মর্যাদা ক্ষুন্ন করতে চায় তাদেরকে বলে দিতে চাই, এদেশের ১৭ কোটি মানুষ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে প্রাণীসম্পদের উপর প্রধানমন্ত্রী যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচি একের পর এক বাস্তবায়নের লক্ষ্যে সরকারকে সহযোগিতা করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার জি,আর সারোয়ারে সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাণীসম্পদ প্রদর্শনীর আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র সরকার। এতে আরও বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, ওসি মোজাম্মেল হোসেন,ভাদাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।
এসআইএইচ
