'মানুষের বদ-দোয়ায় আওয়ামী লীগের কোমর ভেঙ্গে গেছে'

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) 'র সাবেক ভিপি আমানউল্লাহ আমান বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যেভাবে স্মার্ট বাংলাদেশ বলতে বলতে মঞ্চ ভেঙে পড়ে গিয়েছিলো ঠিক সেভাবেই আওয়ামী লীগের কোমর ভেঙে পড়ে গেছে। ওই আওয়ামী লীগের ভাঙা কোমর আর জোড়া লাগবে না। বাংলাদেশের মানুষের বদ-দোয়ায় মঞ্চের মতো আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও নেতারা ভেঙ্গে পড়ে পড়েছে। সেজন্য গত দুই নির্বাচনে যেভাবে ভোট চুরি করে ক্ষমতার এসেছেনএবার তা আর করতে দেবে না দেশের মানুষ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তি ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে এ পদযাত্রা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমান বলেন, পতনের সময় কাছে আসায় সরকার দিশেহারা হয়ে গেছে। বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, জেল-জুলুম দিয়ে আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করছে।
আওয়ামী লীগ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। চাল, ডাল, আটা ও তেলসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। এই অসহায় মানুষগুলো এখন আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।
তিনি আরও বলেন, আগামী দিনে এ সরকারের বিদায় হবে, নিরপেক্ষ সরকার হবে, দেশের মানুষ মুক্তি পাবে। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগকে খুজে পাওয়া যাবে না। দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই। বিএনপি মাঠে আছে, আগামীতেও থাকবে। আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে পতন করা হবে।
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, জেলা মহিলাদলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ। পরে আমানউল্লাহ আমানের নেতৃত্বে বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিশাল পদযাত্রায় অংশ নেন।
এএজেড
