পঞ্চগড়ে বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল

পঞ্চগড়ে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো ও দমন-নিপীড়ন বন্ধ এবং বেগম খালেদা জিয়া সহ কারাবন্দি নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির উদ্যগে এই কর্মসূচির আয়োজন করেন। সদর উপজেলার হিলিপ্যাড এলাকায় প্রথমে জেলার পাঁচ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা মিছিল নিয়ে জড়ো হয়। এরপর সেখান থেকেই পদযাত্রা শুরু হয়ে পঞ্চগড় তেঁতুলিয়া বাস্ট্যান্ড এলাকায় পদযাত্রা শেষ হয়। পরে পদযাত্রা শেষে তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বক্তব্য, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুরুজ্জামান বাবু, ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক প্রমুখ৷
এসময় পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী অংশ নেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। অবৈধভাবেই তারা দ্রব্যমূল্য বৃদ্ধি করছে। কথা তাদের মাথায় নেই। নিজেদের ইচ্ছা মত দেশ চালাচ্ছে। এই সরকার দেশে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তা হতে দেবে না কখনো। সমাবেশে অচিরেই এ সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যূত করার হুঁশিয়ারি দেন বক্তারা।
এএজেড
