ঢাকাপ্রকাশে সংবাদ প্রকাশ: হুইলচেয়ার পেল ২ শিশু

২২ ফেব্রুয়ারি দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন পোর্টাল ঢাকাপ্রকাশে 'দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বিপাকে বাবা-মা' শিরোনাম প্রকাশিত হলে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব মো: জাহাঙ্গীর আলম ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) রুহুল আমিন খাঁনের নজরে আসে।
পরে এই দুই সচিব ঢাকাপ্রকাশের প্রকাশিত প্রতিবেদটি গুরুত্ব সহকারে পড়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ সাইদুল আরিফকে একই পরিবারের দুই মানসিক, শারিরিক ও বাক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়ার নিদের্শনা দেন। পরে জেলা প্রশাসক সাইদুল আরিফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাসকে দুই প্রতিবন্ধী পরিবারের খোঁজ খবর নিতে বলেন।
ইউএনও সুমন দাস বৃহস্পতিবার বিকালে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলীকে নিয়ে ওই দুই প্রতিবন্ধী পরিবারে গিয়ে জেলা প্রশাসকের পরামর্শে হুইল চেয়ারসহ অসহায় পরিবারটিকে বিভিন্ন ধরণের সহযোগীতা করার আশ্বাস দেন। কুড়িগ্রাম জেলা প্রশাসকের পরামর্শ অনুযায়ী শুক্রবার দুপুর ১২ টায় মানসিক, শারিরিক ও বাক প্রতিবন্ধী দুই শিশুর বাড়ীতে গিয়ে ওই দুই শিশুকে হুইল চেয়ার দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম, ফুলবাড়ী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডাঃ গওসল আযম, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী উপস্থিত ছিলেন। ওই দুই প্রতিবন্ধী শিশুর বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ি গ্রামের রড-মিস্ত্রী আমিনুল ইসলাম ও তার স্ত্রী গৃহিনী শাহিদা বেগম দম্পতির সন্তান।
হুইল চেয়ার পেয়ে ওই দুই শিুশুর মা শহিদা বেগম ও দাদা মোহাম্মদ আলী জানান, শেখের বেটি শেখ হাসিনার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন। সেই সঙ্গে শেখ হাসিনার সুস্থতাও কামনা করার পাশাপাশি হুইল চেয়ার প্রদান কালে উপস্থিত সকলে জন্য দোয়া কামনাও করেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস জানান, সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব মো: জাহাঙ্গীর আলম স্যারে নিদের্শনা ও জেলা প্রশাসক সাইদুল আরিফ স্যারের পরামর্শে গরীব-অসহায় বাবা-মার দুই প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। তিনি আরও জানান স্যারদের পরামর্শে ওই দুই শিশু জন্য অন্যান্য সুযোগ-সুবিধাসহ সমাজসেবা অধিদপ্তর থেকে চিকিৎসা বাবদ এক কালীন অর্থ প্রদান করার আশ্বাস দেন তিনি।
এএজেড
