জেল গেট থেকে নিখোঁজ দুই যুবকের সন্ধান চায় পরিবার

মামলায় খালাস পেয়ে লালমনিরহাট জেলা কারাগার থেকে ছাড়া পেয়ে জেল গেট থেকে নিখোঁজ হন মেহেদী হাসান ও জামাল উদ্দিন নামে দুই যুবক। তাদের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জানা গেছে, সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রমাণিত না হওয়ায় গত ১৯ ফেব্রুয়ারি মো. মেহেদী ওরফে মেহেদী হাসান ও জামাল উদ্দিনসহ চারজনকে বেকসুর খালাস প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান। খালাস পাওয়া অন্য দুজনের একজন পলাতক, অপরজন জামিনে মুক্ত আছেন।
সংবাদ সম্মেলনে নিখোঁজ ওই দুই যুবকের পরিবার জানায়, ‘সব আইনি প্রক্রিয়া শেষে খালাস পাওয়ার পর ২১ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে জামাল ও মেহেদী জেলা কারাগার থেকে ছাড়া পান।
জেল গেট থেকে বের হওয়ার পর গেটের পূর্ব দিকে মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা কালো গ্লাসের সাদা মাইক্রোবাসে মাস্ক পরিহিত ৮-৯ জন জোর করে তাদের গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত পরিবারের লোকজন তাদের বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ’
সংবাদ সম্মেলনে মেহেদী হাসানের বাবা আবদুল লতিফ ও জামাল উদ্দিনের ভাই আবুল কালাম আজাদ লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ‘বিষয়টি কারা কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন-আসামিরা ছাড়া পাওয়ার পর কে কাকে কোথায় নিয়ে গেছে সেটি তাদের জানা নেই।
জামাল উদ্দিনের ভাই বলেন, ‘আমি আমার নির্দোষ ভাইকে ফেরত চাই। যারাই নিয়ে যাক, সে নির্দোষ বলেই তো আদালত তাকে খালাস দিয়েছেন। ’
মেহেদী হাসানের বাবা আবদুল লতিফ বলেন, ‘আমার ছেলের দোষ থাকলে তো আদালত খালাস দিতেন না। আমরা পুলিশ সুপারকে বিষয়টি জানালে তিনি বলেছেন,এ বিষয়ে তিনি কিছু জানেন না।
