রমেক বার্ন ইউনিটে আগুন, সরানো হয়েছে রোগীদের

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের এসিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক রোগীদের সরিয়ে ফেলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ ইউনুছ আলী। বুধবার বেলা পৌনে তিন টার দিকে এ ঘটনা ঘটে।
জানাযায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ড্রেসিং রুমের এসি থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। তৎক্ষনাৎ সেখানকার সব রোগীদের নিরাপদে সরিয়ে ফেলে হাসপাতাল কতৃপক্ষ।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের দায়িত্বরত নার্স রুকাইয়া আক্তার কেয়া বলেন, রোগীদের ড্রেসিং করার সময় হঠাৎ এসির সুইচে আগুন ধরে যায়। পরে অন্য নার্স ও কেয়ারদের সহযোগিতায় আগুন নেভাতে আমরা সক্ষম হই।
এঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতাল কতৃপক্ষ। এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে সেই সাথে সেখানে বিদ্যুৎ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানায় হাসপাতাল কতৃপক্ষ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ ইউনুছ আলী জানান, আগুন লাগেনি। প্লাগে স্পার্ক করলে রোগিদের মধ্যে আতংক তৈরী হয়। প্লাগটা পরিবর্তন করে দিয়েছি। এতে কোন সমস্যা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে সেই সঙ্গে বিদ্যুৎ প্রবাহের চলাচল স্বাভাবিক রয়েছে।
এএজেড
