সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ ৪ জলদস্যু আটক

সুন্দরবন থেকে ৪ জলদস্যুকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ডিঙি নৌকা জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর সূর্যমুখী খাল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের মৃত আহাদ আলী শেখের ছেলে ফজলু শেখ (৪২), সিকিরডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে মজনু শেখ (৩০), পেড়িখালীর মৃত জোনাব আলী মোড়লের ছেলে শাহাদাৎ মোড়ল (৪০), জিগিরমোল্লার নজরুল শেখের ছেলে ফয়সাল শেখ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মোংলা থানা পুলিশ ও বাগেরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশ সুন্দরবনে অভিযান চালিয়ে শ্যালা নদীর সূর্যমুখী খাল থেকে ৪ দস্যুকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, কয়েকটি ধারালো অস্ত্র ও লাঠিসোটা জব্দ করা হয়।
আটক দস্যুদের কাছ থেকে একটি কাঠের বাটসহ দেশীয় তৈরি একনলা বন্দুক, দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৭টি কার্তুজ, দুটি কাঠের বাটসহ রামদা, একটি লোহার হাতুড়ি, একটি লোহার পাইপ, ৪টি টর্চলাইট, ৪টি গামছা, ১০টি নাইলনের রশি, দুটি স্কচটেপ, ৪টি লাঠি, দুটি মানকি টুপি ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়। আটকরা মোংলা থানা পুলিশের হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাদের বাগেরহাট জেলা পুলিশ সুপারের দপ্তরে পাঠানো হয়।
এসজি
