ভূমি অফিসের জানালায় বাঁধা জাতীয় পতাকা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে ইউনিয়ন ভূমি অফিসের জানালায় বেঁধে রাখা হলো জাতীয় পতাকা। মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউনিয়ন ভূমি অফিসের দ্বিতীয় তলার জানালায় জাতীয় পতাকার এমন অবমাননা দেখা গেছে। যা দেখে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে সদরের বাল্য বাজার এলাকায় অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলার একটি খোলা জানালার বাইরে জাতীয় পতাকা পর্দার মতো বেঁধে রাখা হয়েছে। তবে ওই অফিসের প্রধান ফটকে তালা ঝুলানো।
স্থানীয় বাসিন্দা জিরু বিশ্বাস বলেন, সকাল থেকে জাতীয় পতাকা জানালায় বেঁধে রাখা হয়েছে দেখে খুব খারাপ লাগল। আমি বিষয়টি অনেককে জানিয়েছি।
ভূমি অফিসের সামনেই রাঘবদাউর ইউনিয়ন পরিষদ ভবন। ইউনিয়ন পরিষদে থাকা দফাদার নুরুল ইসলাম টুনু বলেন, আমাদের পরিষদে জাতীয় পতাকা ঠিকঠাকভাবে উত্তোলন করা হয়েছে। কিন্তু পাশে ভূমি অফিসে দেখছি জানালার সঙ্গে পতাকা বাঁধা।
ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোহাম্মদ আলম ফোনে জানান, তিনি এ বিষয়ে কেবল জানলেন। তার ভুল হয়েছে। অফিসের পিয়ন এটি করেছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে রাঘবদাউড় ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির জানান, তার বিষয়টি জানা নেই। তবে তিনি বিষয়টি দেখছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানালায় বাঁধা পতাকাটি সরানো হয়নি।
এসজি
