মিনিটিউবারের আলুর চারার বাম্পার ফলনের আশা

নীলফামারী জেলার ডোমারে ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে চলতি মৌসুমে ৪১৯ একর জমিতে আলু চাষ করা হয়েছে। ইতিমধ্যে জমি থেকে আলু তোলার কাজ চলছে খামারটিতে। বিশাল আকারের খামারটিতে এখন শুধুই চলছে আলু তোলার কাজ। জমি থেকে আলু তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, শ্রমিকরা ভোর থেকে মাঠ থেকে আলু তুলছেন। পুরুষ ও নারী শ্রমিকরা আলু তুলছেন নিবিরভাবে। খামারের প্রায় সব জমিতে এখন চলছে আলু তোলার কাজ। চলতি মৌসুমে ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে আলুর গাছ হতে প্ল্যান্টলেট (আলুর চারা) হতে মিনিটিউবার বীজআলু। বর্তমানে মিনিটিউবারের আলুর চারা দিয়ে উৎপাদিত আলু তোলার কাজ চলছে। খামারের ১৭ একর জমিতে বিভিন্ন জাতের মিনিটিউবারের আলু চাষ হয়েছিলো। উৎপাদনও হয়েছে আশানুরুপ।
ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞা জানান, ২০০৭ সাল থেকে এই খামারে প্ল্যান্টলেট হতে মিনিটিউবার (আলুর চারা) উৎপাদন শুরু করা হয়। এবার ১৮ জাতের আলুর প্লান্টলেটের মাধ্যমে মিনিটিউবারের আলুর চারা দিয়ে আলুবীজ উৎপাদন করা হয়েছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে এই চারা গুলো জমিতে রোপন করা হয়েছিল।
বর্তমানে সেইসব জমি থেকে মিনিটিউবারের আলু তোলার কাজ চলছে। এগুলো ভাইরাসমুক্ত হওয়ায় আলু উৎপাদনও হয়েছে আশানুরুপ। প্ল্যাটলেট ছাড়াও বাকী ৪০০ একর জমিতে উৎপাদিত বীজআলু তোলার কাজ চলছে পুরোদমে। দম ফেলার কুসরত পাচ্ছেননা কর্মকর্তা থেকে কর্মচারী পর্যন্ত। এরমধ্যে নেট হাউজের মাধ্যমে ১৪০ একর বীজআলুও তোলার কাজ চলছে।
অপরদিকে বিশেষায়িত ভিত্তি বীজআলু উৎপাদন খামারে রোপনকৃত আলুবীজ তোলার কাজও শুরু করেছে খামার কৃতপক্ষ। ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক কৃষিবীদ আবু তালেব মিয়া জানান, চলতি মৌসুমে খামারটিতে ৪১৯ একর জমিতে আলুবীজ উৎপাদন করা হয়েছে। বর্তমানে মাঠ থেকে আলু তোলার কাজ চলছে। আলুর উৎপাদন এবার ভালো হতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
এএজেড
