ডিমলায় ১ যুগ পর চালু হলো অপারেশন থিয়েটার

নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার ১ যুগ পর চালু করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের টুনিরহাট গ্রামের প্রসূতি মা তানিয়া আক্তারের সিজারের মাধ্যমে এই অপারেশন থিয়েটারের কার্যক্রম চালু করা হয়। এর আগে সকাল ১১টায় অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। জানা গেছে, ১৯৮০ সালে ৩১শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কুন্জকলি, গাইনি কনসালটেন্ট ডাঃ মরিয়ম বেগম, অ্যানেসথেসিয়া স্পেশালিস্ট ডাঃ আলী নোমান, ডাঃ আইনুল হক, ডাঃ মোস্তাফিজুর রহমান,ডাঃ ইল্লিন বিনতী, অপারেশন থিয়েটার ইনচার্জ জয়া রায় প্রমুখ। অস্ত্রোপচারের পর নবজাতক ও তার মা সুস্থ আছেন বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।
আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ দুটি অপারেশন থিয়েটারসহ ২০০৮ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নতুন ভবন স্থাপন করা হয়। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের প্রচেষ্টায় ২০১০ সালে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করে দ্বিতীয় তলায় পোস্ট অপারেটিভ রুমসহ অত্যাধুনিক অপারেশন থিয়েটার স্থাপন করা হয়। আধুনিক মানের অপারেশন থিয়েটার ও যন্ত্রপাতি থাকলেও লোকবল ও বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে অস্ত্রোপচার হচ্ছিল না ১২ বছর ধরে । সামান্য অপারেশনের জন্য যেতে হতো রোগীদের জেলা সদরে বা প্রাইভেট ক্লিনিকে।
প্রসূতির বাবা তোজাম্মেল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ৪২ বছর পর এই প্রথম আমার মেয়ের সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার করে প্রসূতির ছেলে সন্তান প্রসবের মাধ্যমে চালু করায় খুব খুশি। স্থানীয়রা বলেন, দীর্ঘদিন অপারেশন বন্ধ থাকায় প্রসূতি মায়েরা সুবিধা থেকে বঞ্চিত ছিল। সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারটি চালু হওয়ায় উপজেলার মানুষ উপকৃত হবে। সাংসদ আফতাব বলেন, সরকারি হাসপাতালে অপারেশন থিয়েটার দীর্ঘদিন পল চালু হওয়ায় এই উপজেলার প্রায় ৩ লক্ষাধিক মানুষের ভোগান্তি অনেকটা লাঘব হবে। একইসঙ্গে বিনামূল্যে যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা পাবেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বলেন, অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে উপজেলার হাজার হাজার প্রসূতি মায়েরা বিনা মূল্যে নরমাল ও সিজারিয়ান ডেলিভারির সুবিধা পাবেন। এতে প্রসূতি মায়েদের প্রসব পূর্ববর্তী, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা দেওয়া হবে। তিনি বলেন, আপাতত সপ্তাহের তিনদিন সিজারিয়ান অস্ত্রোপচার করা হবে। রোগীর চাহিদা বৃদ্ধি পেলে নিয়মিত অপারেশন করা হবে। পর্যায়ক্রমে অপর অপারেশন থিয়েটারটিও চালু করা হবে।
এএজেড
