তিন দিনব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমা শুরু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে গাইবান্ধা জেলা আঞ্চলিক ইজতেমা। গাইবান্ধা জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যেই ধর্মপ্রাণ মুসল্লীরা এসে উপস্থিত হয়েছেন ইজতেমাস্থল।
এছাড়াও দেশের বাহিরের বিভিন্ন দেশ থেকে দলে দলে মুসল্লীরা ইজতেমাস্থলে এসে উপস্থিত হয়েছেন। শ্রীলংকা, ভারত, মালেশিয়া ও সিঙ্গাপুর থেকেও মুসল্লীরা এসেছেন এই ইজতেমায়। দেশ বিদেশের প্রায় এক লক্ষ ধর্মপ্রাণ মুসল্লীর সমাগম হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রথম দিন ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমার সূচনা হয়েছে এবং আগামী শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা সমাপ্তি হবে। আগত মুসল্লীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এএজেড
