হিলিতে পটলের কেজি ৮০ টাকা

দিনাজপুরের হিলির কাঁচাবাজারগুলোতে আগে ভাগেই উঠতে শুরু করেছে পটল। প্রায় ২ মাস আগেই বাজারে উঠতে শুরু করেছে পটল। যা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা দরে। গত এক সপ্তাহের তুলনায় পটলের দাম কেজিতে ৭০-৮০ টাকা কমেছে বলে জানিয়েছে বিক্রেতারা। এক সপ্তাহ আগে পটলের দাম ছিল কেজিতে ১৬০ টাকা।
আলতাফ হোসেন নামে এক ক্রেতা বলেন, বাজার করতে এসে দেখি নতুন সবজি পটল উঠেছে। তবে দাম শুনে পটল না কিনে খালি হাতে ফিরে যাচ্ছি। আমরা নিম্নআয়ের মানুষ সারা দিনে ২৫০-৩০০ টাকা ইনকাম করি। যদি ৮০ টাকা কেজি দরে পটল কিনি তাহলে অন্যান্য সবজি কেমন করে কিনব? পটলের দাম যেদিন ২০-৩০ টাকা হবে সেদিন কিনব।
আরেক ক্রেতা আব্দুল কালাম বলেন, অনেকের মুখে শুনলাম বাজারে পটল উঠেছে। এ কারণে বাজারে এসেছি। পটলের দাম কিছুটা বেশি। এ কারণে হাফ কেজি পটল কিনলাম। দাম বেশির কারণে একটু সমস্যা হচ্ছে, দাম কম থাকলে ১-২ কেজি কিনতাম।
হিলি কাঁচাবাজারের সবজি বিক্রেতা লতিফ উদ্দীন বলেন, পটল এখনো আমাদের এলাকায় উঠেনি। এজন্য আমরা বিরামপুর, যশোরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পটল কিনে এনে এখানে বিক্রি করে থাকি। এক সপ্তাহ আগে বাজারে উঠেছে পটল। যা আমরা প্রতি কেজি বিক্রি করছি ৮০ টাকা দরে। আমরা বেশি দামে কিনেছি এজন্য বেশি দামে বিক্রি করছি। দাম বেশি হওয়ায় ক্রেতারা অল্প করে পটল কিনছে। কিছুদিনের মধ্যে এ এলাকার পটল পাওয়া যাবে। তখন দামও কমে আসবে।
এসজি
