হিলিতে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম

ভারত থেকে পেঁয়াজের সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমেছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ২৪-২৫ টাকা দরে, বর্তমানে দাম কমে তা বিক্রি হচ্ছে ২০ টাকা দরে।
এদিকে ভারতীয় পেঁয়াজের দাম কমলেও কমেনি দেশি পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫-২৬ টাকা দরে। ভারতীয় পেঁয়াজের দাম কমায় খুশি ক্রেতারা।
মিল্লাত হোসেন নামে এক ক্রেতা বলেন, গত এক সপ্তাহ আগে আমি ভারতীয় পেঁয়াজ কিনেছি ২৫ টাকা দরে। আজ তা কিনলাম ২০ টাকা দরে। পেঁয়াজের দাম কমায় আমাদের জন্য সুবিধা হলো। দিন দিন সবকিছুর দাম বেড়ে চলেছে। দাম বাড়লেও আমাদের দৈনন্দিন আয় বাড়েনি। পেঁয়াজের মতো যদি সবকিছুর দাম কমে আসে তাহলে খেয়ে-পরে বেঁচে থাকতে পারি। ভারতীয় পেঁয়াজের মতো দেশি পেঁয়াজের দাম কমলে অনেক ভালো হবে।
আরেক ক্রেতা লাইলী বেগম বলেন, ভারতীয় পেঁয়াজের দাম কমার কারণে বেশি করে পেঁয়াজ কিনেছি। আগে দাম বেশি ছিল তখন ৫০০ গ্রাম থেকে ১ কেজি কিনতাম, বর্তমানে দাম কমার কারণে ৩ কেজি পেঁয়াজ কিনেছি। দেশি পেঁয়াজের স্বাদ ভালো। তবে দাম বেশি হওয়ায় ভারতীয় পেঁয়াজ কিনেছি।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা তাহের আলী বলেন, ৭ দিন আগে ভারতীয় ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি করেছি কেজিপ্রতি ২৫ টাকা দরে। ভারত থেকে সরবারহ বাড়ায় দাম কমে তা বিক্রি করছি ২০ টাকা দরে। দেশি পেঁয়াজের বাজার কয়েকদিন ধরে ২৫ টাকা দরে বিক্রি করে আসছি। ভারতীয় পেঁয়াজের দাম কমায় ক্রেতারা বেশি করে পেঁয়াজ কিনতে পারছে।
এসজি
