বাগেরহাটে ২৭৪ বীর নিবাসের উদ্বোধন

বাগেরহাটে ৯টি উপজেলায় ২৭৪টি বীর নিবাসের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে গণভবন থেকে সারাদেশের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত এই বীর নিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাগেরহাট সদর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম, ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, রিজিয়া পারভীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডান শওকাত হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারী সংস্থার কর্মকর্তা, জনপ্রতিধি ও উপকারভোগী মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া একই দিনে অন্য উপজেলাগুলোতেও পৃথক অনুষ্ঠানে এসব বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়।
এসআইএইচ
