শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

রক্ত রাঙ্গা শিমুলের রাজত্ব, এ যেন এক স্বপ্নপুরী স্বর্গরাজ্য

এ ফাগুনের দুপুরে সবুজের ডালে ডালে রক্ত লাল শত কোটি শিমুলের রাজত্ব, এ যেন এক স্বপ্নপুরী স্বর্গরাজ্য। পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা যেমন মন রাঙায় তেমনই ঘুম ভাঙায় সৌখিন হৃদয়ের। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝখানে রূপের নদী যাদুকাটার তীর জুড়ে এখন এমনই রাসি রাসি মুগ্ধতা, রক্ত রাঙ্গা শিমুলের বাসন্তি অভিবাদন।

হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার তাহিরপুরের শিমুল বাগানের রূপের আগুন যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে সর্বত্র। পুড়িয়েছে লাখো প্রকৃতিপ্রেমির মন। বাগানের গাছভর্তি ফুলের সৌরভে নেই কোনো কমতি, তাই তো দূর-দূরান্ত থেকে ছুটে আসা মানুষগুলো যেন এক মায়ার জালেই বন্দি।

সুনামগঞ্জের শিমুল বাগানের রূপের টানে বাগান ঘুরতে এসে মুগ্ধ হলেন অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী। তিনি ঢাকা প্রকাশ-কে বলেন, বাগান টা আসলে অসাধারণ, সারা বাংলাদেশ থেকে বিদেশ থেকেও অনেকে দেখতে আসেন। চিন্তার বাহিরে এতো বড় জায়গা নিয়ে এতো বড় একটা উদ্যোগ। কিন্তু আমাদের যেটা হয় নাগরিক সুবিধা গুলো কম থাকে, এটা আরও পরিচর্যা দরকার। তিনি আরও বলেন আমাদের দেশে বিষশকরে সিলেট- সুনামগঞ্জে অনেক পর্যটন এড়িয়া আছে, এতো সুন্দর সুন্দর শুধু যাতায়ত- নাগরিক ব্যবস্থা হলে আরও ভালো হয়। এছাড়া কোভিডের কারণে মানুষ বিদেশ ঘুরা বন্ধ করে দেশকে চিনেছেন।

মাথার উপরে গাছে ফুটে থাকা ফুল ঝরে পড়ে লালগালিচা হয়ে অতিথিদের স্বাগত জানায় এই সৌন্দর্যের সম্রাজ্যের। চারপাশে ঝরা পড়া ফুলের ওপর হাঁটতে হাঁটতে মনে হবে স্বর্গীয় লালগালিচায় বুঝি হেঁটছেন আপনিও। একসঙ্গে তিন হাজার গাছ পাপরি মেলে অপেক্ষা করছে পর্যটকদের। সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে ফ্রেন্ডের সাথে আসা পর্যটক শেখ তামান্না ঢাকা প্রকাশ-কে বলেন, এত সুন্দর একটা জায়গা, এই শিমুল বাগানে আমি প্রথমবার এসেছি,আমি বাগানে এসে দিনটা খুবই উপভোগ করছি।

একদিকে বাগানের ফুল ফোটে এখন পরিপূর্ণ যৌবনে টগবগ করছে,অন্যদিকে পাখির কলকাকলী ও প্রকৃতির অপরূপ সৌন্দর্যে পাখিরা মেতেছে নতুন খেলায়। আর পাখিদের দোলায় ঝরে পড়া শিমুল ফুল কুড়াতে আনন্দে মাতোয়ারা শিশুরা। এর থেকে অপরূপ সুন্দর্য আর কি বা হতে পারে। সব মিলে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য।

কামরুন নাহার সৃষ্টি ঢাকা প্রকাশ-কে বলেন, গতকাল সকাল থেকে আমাদের জার্নি আজকে সকালে শিমুল বাগানে এসে পৌছালাম, কিন্তু এমন মনে হয় না এত লম্বা জার্নি আসছি। আসলে ছোট বেলা আমরা অনেক চেরিফুলের গল্প শুনতাম, অনেক সিনেমায় দেখতাম বিদেশিরা বিষশডেতে চেরিফুল দেখতে যান উন্নত দেশগুলোতে। তারা কিন্তু আমাদের এই শিমুল ফুলের সৌন্দর্য দেখতে পান কি না জানি না। আমরা চেরিফুল সিনেমায় দেখছি আর আজ শিমুল ফুলের তলায় দাঁড়িয়ে আছি, মাথায় শিমুল ফুলের মালা পড়ে আছি।

এসময় তিনি প্রকৃতি প্রেমিদেরকে উদ্যোশ করে বলেন, বাংলাদেশের সুনামগঞ্জে এতো সুন্দর একটা শিমুলবাগান বাংলাদেশেরে অনেক মানুষ হয়তো জানেনই না। কেউ যদি নিজেকে ভালো রাখতে চান, চোখ দুটোকে একটু বড়িয়ে দিতে চান তাহলে শিমুল সুনামগঞ্জে আসবেন। আসাকরি স্বররগীয় সুখ পাবেন। বিশাল এই শিমুল রাজ্যের একপ্রান্তে দাঁড়ালে অন্যপ্রান্ত চোখের ল্যান্সে ধারণ করা যায় না। বাগানের যেদিকেই চোখ যায় সেদিকেই সারি সারি শিমুল গাছের সৌন্দর্য। নৈসর্গিক সৌন্দর্যের এত বিশাল শিমুল বাগান দক্ষিণ এশিয়ার আর কোথাও নেই।

সপরিবারে আসা পর্যটক আবু ফয়জল মোহাম্মদ হেলাল ঢাকা প্রকাশ-কে বলেন, রাস্তাটা অনেকটা দুর্গম, রাস্তাকে মেরামত করা দরকার। আসতে গেলে অনেক কষ্ট হয়। যেমন গাড়ি দিয়ে সরাসরি আসতে চাইলে তাহিরপুর সদর হয়ে ঘুরে আসতে হয়, অনেক সময়েরও ব্যাপার। রাস্তাটা যদি মেরামত করা হয় তাহলে আরও পর্যটকরা আসবেন। নয়তো রাস্তার জন্যে অনেকেই আসতে চাইবেন না। আমরা আজ বাচ্চাদের নিয়ে এসে গাড়িটা নদীর ওপারে রেখে ফাড়ি পথে কিছু জায়গা হেটে এসছি, এতে কিছুটা সময় বেচে গেছে আমাদের।

সৌন্দর্যের এই স্বর্গরাজ্যের শুরুটা আজ থেকে ২০ বছর আগে তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে। ২০০৩ সালে জাদুকাটা নদীর তীরে ১০০ বিঘারও বেশি জায়গা জুড়ে বাদাঘাট ইউপি চেয়ারম্যান প্রয়াত জয়নাল আবেদীন গড়ে তুলেন এই শিমুল বাগান। তিনি বেচে না থাকলেও থেমে নেই সৌন্দর্য প্রিয় মানুষটির স্বপ্ন। এই বাগানের সৌন্দর্য স্বচক্ষে দেখতে ছুটে আসছে হাজারো পর্যটক ও দর্শনার্থীরা। বাগানের প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ তারা। তাইতো বাগানে ছবি তোলা থেকে শুরু কর, নাটক ও গানের মিউজিক ভিডিওর শুটিং করছেন ভ্রমনকারীরা।

বাগান মালিক আলহাজ্ব জয়নাল আবেদীন এর ছেলে মোহাম্মদ রাকাব উদ্দিন বাগান নিয়ে নানা পরিকল্পনার কথা জানালেন ঢাকা প্রকাশ-কে। তিনি বলেন আমার বাবা আলহাজ্ব জয়নাল আবেদীন ২০০৩ সালে এই সৃষ্টি করেছেন নিজ উদ্দ্যোগে। প্রথমএ ব্যবসার চিন্তাভাবনা ছিলো। পরে বাবা সড়ক দূর ঘটনায় মারা যাওয়ার পর আমরা দর্শনীয় স্থান হিসেবে করেছি। বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীরা পর্যটকরা আসা শুরু করেছেন। পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে বাগানে ওয়াশরুমের ব্যবস্থা করেছি এবং রিসোর্টের ব্যবস্থা করছি অচিরেই থাকারও ব্যবস্থা করে দিবো। সবার সর্বাত্মক সহযোগিতা থাকলে আগামীতে তাহিরপুর পর্যটন সমৃদ্ধ উপজেলা হিসেবে বিশ্বে পরিচিতি পাবে বলে বিশ্বাস করেন স্থানীয়রা।
এএজেড

Header Ad
Header Ad

রাতেই ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে

ছবি: সংগৃহীত

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (৫ এপ্রিল) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকাসহ সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, দেশের সাতটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে বইছে এই তাপপ্রবাহ এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঝড়-বৃষ্টির সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোর নদী পথ ব্যবহারকারীদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলতে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Header Ad
Header Ad

মোদির প্রতিক্রিয়া শেখ হাসিনার ফেরত নিয়ে নেতিবাচক ছিল না: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত শনিবার (৫ এপ্রিল) শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করেন।

শফিকুল আলম জানান, দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন এবং তার কাজের ব্যাপারে উচ্ছ্বসিত প্রশংসা করেন। বৈঠকে শেখ হাসিনার সঙ্গে ভারতীয় সম্পর্ক নিয়ে মোদি বলেন, “আমরা তাকে আপনার প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ করতে দেখেছি। তবে আমরা সবসময়ই আপনাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছি।”

এছাড়া, যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার দেশে ফেরত আসার বিষয়টি উত্থাপন করেন, তখন মোদির প্রতিক্রিয়া ছিল ইতিবাচক। শফিকুল আলম বলেন, “মোদি তার প্রতিক্রিয়ায় নেতিবাচক কিছু বলেননি। আমরা আশাবাদী যে একদিন শেখ হাসিনা ঢাকায় ফিরবেন এবং সেই মুহূর্তটি হবে শতাব্দীর সেরা বিচার।”

উল্লেখ্য, গত শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকটি ছিল দুই সরকারের প্রধানদের মধ্যে প্রথম বৈঠক, যেটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত হয়।

প্রেস সচিব আরও বলেন, “ভারতীয় প্রধানমন্ত্রী ইউনূসকে নিশ্চিত করেছেন যে, ভারতের বাংলাদেশে সম্পর্ক কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে।” তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে অধ্যাপক ইউনূস বলেছেন, আমরা ভারতীয় সম্পর্ক চাই, তবে তা অবশ্যই ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হতে হবে।”

এতে স্পষ্ট হয়ে উঠেছে যে, ভারত বাংলাদেশে নতুন একটি সম্পর্কের দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে চায়।

Header Ad
Header Ad

নওগাঁ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

ছবি : ঢাকাপ্রকাশ

আকস্মিকভাবে নওগাঁ সদর হাসপাতাল, নওগাঁ মেডিকেল কলেজ ও সিভিল সার্জিন অফিস পরিদশন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (স্বাস্থ্য সেবা) অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর। শনিবার (৫ এপ্রিল) সকাল ১০ টায় তিনি এই পরিদর্শন করেন।

হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করে প্রতিষ্ঠান দুটির পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ প্রকাশ করেন। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহন ও সমন্বয়ের মাধ্যমে জনগনকে সেবা প্রদানের নির্দেশ প্রদান করেন। পরে নওগাঁ সদর হাসপাতাল , নওগাঁ মেডিকেল কলেজ ও সিভিল সার্জন অফিসের উপস্থিত চিকিৎসকদের নিয়ে মত বিনিময় করেন।

মতবিনিময় সভায় নওগাঁয় চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

 

ছবি : ঢাকাপ্রকাশ

এসময় বিএমএ এর সভাপতি ডাঃ মোঃ ইসকেন্দার হোসেন নওগাঁ মেডিকেল কলেজ নিয়ে বর্তমান সরকারের নেতিবাচক মনোভাব তুলে ধরেন। তিনি নওগাঁ জেলার জনসংখ্যা, জেলার ক্যাটাগরি এবং মেডিকেল কলেজের ফলাফল সন্তোসজনক উল্লেখ করেন। সেইসাথে সরকারের নেতিবাচক সিদ্ধান্ত বাতিল করে নওগাঁ মেডিকেল কলেজের বরাদ্দ ও দ্যূত স্থায়ী কাম্পাস প্রতিষ্ঠার দাবি জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান, বিএমএ এর নওগাঁ সভাপতি ডাঃ মোঃ ইসকেন্দার হোসেন, সদর হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ জাহিদ নজরুল, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ মুক্তার হোসেন, সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম সহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাতেই ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে
মোদির প্রতিক্রিয়া শেখ হাসিনার ফেরত নিয়ে নেতিবাচক ছিল না: প্রেস সচিব
নওগাঁ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ২৫৫
‘বিদেশি কিছু গণমাধ্যম অর্থ উপার্জনের উদ্দেশে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করছে’
সারা দেশে ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: মহাপরিচালক
২৭৭ জনকে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড, এইচএসসি পাসেও আবেদন
ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫৪
পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো নিউজিল্যান্ড
স্বর্ণভর্তি ব্যাগ ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত গড়লেন অটোরিকশাচালক খায়রুল
ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী
যারা ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে, তারা রাজনীতি করার অধিকার রাখে না
লৌহজংয়ে কার্টনে পাওয়া মরদেহের টুকরোগুলো সাভারের সবুজ মোল্যার
মার্কিন শুল্ক নিয়ে সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা
গৃহকর্মীকে মারধরের অভিযোগ: পরীমনি বললেন ‘আমার হাতে সব প্রমাণ আছে’
যমুনা সেতু মহাসড়কে র‍্যাবের টহল জোরদার (ভিডিও)
শরীয়তপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ
গরমে তৃষ্ণা মেটানোর বদলে ডিহাইড্রেটেড করবে যেসব পানীয়
পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্বামীকে হত্যা করলেন স্ত্রী