ভালোবাসা দিবসে মাগুরায় ফুলের বাজার জমজমাট

ভালোবাসা দিবসকে সামনে রেখে মাগুরায় ফুলের বাজার জমজমাট চলছে । শহরের এমআর রোডে অবস্থিত পুষ্পাঙ্গন ফুল ঘর ও নিউ ফুল ঘরে সোমবার সকাল থেকে ফুল ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে । এদের মধ্যে অল্প বয়সী তরুণ-তরুণীর ভিড় দেখা গেছে সবচেয়ে বেশি । তাছাড়া সব বয়সী মানুষেরা ভালোবাসা দিবসকে সামনে রেখে তাদের প্রিয়জনকে ফুল উপহার দেওয়ার জন্য আজই ফুল কিনে নিয়ে যাচ্ছে । ফুলের এই দোকান গুলোতে গোলাপ (লাল,হলুদ,কমলা ),রজনীগন্ধা,গ্লাডিয়াস,গাঁদা,জারবেরা ফুলের সমারোহ বেশি দেখা গেছে । গতকাল একটি গোলাপ ১৫-২০ টাকা,একটি রজনীগন্ধার স্টিক ১৫ টাকা,জারবেরা ১৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে ।
ক্রেতা রজনী নামের এক স্কুলছাত্রী বলেন, ভালোবাসা দিবসকে সামনে রেখে আমি কয়েকটি গোলাপ ও রজনীগন্ধা কিনেছি । আমি আমার মা ও বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি । তাই এ দিবসে আমি তাদের ফুল উপহার দেব ।
রত্না ানামের এক গৃহিনী বলেন,ভালোবাসা দিবসকে আরো মুগ্ধ ও সুন্দর করতে আমি ফুল কিনতে এসেছি । আমি হলুদ গোলাপ ও জারবেরা আমার খুবই পছন্দের । আমি এই দিনে আমার সন্তানসহ প্রিয়জনদের ফুল উপহার দেব। তাছাড়া আগামী বসন্ত বরণ দিবসেও কিছু ফুল কেনার ইচ্ছা আছে আমার ।
রাসেল নামের এক যুবক বলেন,ভালোবাসা দিবসে ফুলের দাম খুবই বেশি । তাই আজ সোমবার কিছু গোলাপ, রজনীগন্ধা ও জারবেরা কিনতে এসেছি । আমার ভালোবাসার মানুষকে এই দিবসে উপহার দেব । প্রতি বছরই তাকে আকষণীয় কিছু উপহার দেই । কিন্তু ফুলের চেয়ে সুন্দর কিছু আর নেই ।
মাগুরা এমআর রোডের নিউ ফুল ঘরের সত্ত্বাধিকারি সোহেল ও আকবর বলেন,ফেব্রুয়ারি মাসে আমাদের ফুলের সবচেয়ে ভালো ব্যবসা হয়। আমাদের এই মাসে ফুলের চাহিদা বেশি থাকে । বিশেষ করে গোলাপ ও রজনীগন্ধা বেশি চলে ভালোবাসা দিবসে । তাছাড়া ২১ শে ফেব্রুয়ারীতে গাঁদা ফুলের চাহিদা বেশি থাকে । আজ সোমবার ফলের দাম একটু কম । তবে মঙ্গলবার চাহিদা বেশি থাকবে তাই দাম বাড়বে ।
তিনি আরও বলেন, এ দিবসকে সামনে রেখে আমরা প্রায় ২ লাখ টাকার ফুল ক্রয় করেছি । এবার চাহিদা ভালো, তাই আশা রাখছি ভালো ব্যবসা হবে।
মাগুরা পুষ্পাঙ্গন ফুল ঘরের সত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল-মামুন বলেন,ভালোবাসা দিবস,বসন্ত উৎসব ও ২১ শে ফেব্রুয়ারিকে সামনে রেখে আমাদের ফুলের ব্যবসা জমজমাট হয় । এবার আবহাওয়া ও পরিবেশ ভালো থাকার কারণে আমাদের ফুলের ব্যবসা ভালো । আমি যশোরের গদখালি ফুলের আড়ত থেকে পাইকারি ফুল ক্রয় করে মাগুরাতে বিক্রি করি । ভালোবাসা দিবসকে সামনে রেখে আজ সোমবার সকাল থেকে বিভিন্ন ফুল কেনার জন্য সব বয়সের মানুষের ভিড় খুব বেশি । বিভিন্ন রঙের গোলাপ,রজনীগন্ধা ও জারবেরা ফুলের চাহিদা খুবই বেশি । মঙ্গলবার এর চাহিদা আরো বেশি বাড়বে। এবার ফেব্রুয়ারী মাসে আমি ৩ লাখ টাকার ফুল বিক্রি করব বলে আশা রাখি । বছরের অন্যান্য মাসে আমাদের ফুলের চাহিদা কম থাকে । আর ক্রেতা পাওয়া যায় কম । কিন্ত্র ফেব্রুয়ারী মাসে ফুলের ক্রেতা বেড়ে যায় দিগুণ।
এসআইএইচ
