বিএনপির পদযাত্রায় লাঠি মিছিল, গ্রেপ্তার আতঙ্ক
তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম বৃদ্ধির প্রতিবাদ এবং ১০ দফা দাবি আদালয়ের লক্ষ্যে তাদের আন্দোলনে তৃণমূল পর্যায়ের সকল স্তরের সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে সারা দেশের মতো টাঙ্গাইলে ১২ টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলার সকল ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠন।
এরই ন্যায় শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়নে লাঠি মিছিল করেছে ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় মগড়া ইউনিয়নে পদযাত্রার আয়োজন করে ইউনিয়ন বিএনপি।
উপজেলায় মগড়া ইউনিয়নে পদযাত্রা এরআগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছোট বাসালিয়া বাজারে সমবেত হয়। পরে পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভা করেন অতিথিরা। এসময় পদযাত্রার পথ সভায় বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ১০ দফা দাবিসহ আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, বিদ্যুৎ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবীতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
তিনি আরও জানান, ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে টাঙ্গাইলের বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে নেতা-কর্মীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। গ্রেপ্তার আতঙ্কে অনেক নেতাকর্মী এখন এলাকাছাড়া। তবে এর প্রভাব পদযাত্রা কর্মসূচিতে পড়েনি বলেও জানান তিনি।
পদযাত্রায় অংশ নেন- শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, মগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নাহ মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তম, সাবেক ছাত্রনেতা রফিুকুল ইসলাম রফিক, ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব এম এ বাতেন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান সুমন, রাকিব হোসেন প্রমুখ।
এদিকে, করটিয়া ইউনিয়নে বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় করটিয়া ইউনিয়ন থেকে বিএনপি নেতা সৈয়দ জাদিদুল হক জাদিদ ও মাসুদ নামের দুইজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এছাড়াও শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক জিএস সৈয়দ বাবুলকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, বিএনপির তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এক জনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, তেল, গ্যাস ও বিদ্যুৎসহ প্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রতিবাদে ১০ দফা দাবি আদালয়ের লক্ষ্যে জেলার ভূঞাপুরেও ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পদযাত্রা করে। অন্যদিকে, নাশকতা অভিযোগে পূর্বের মামলায় শুক্রবার রাতে উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাতেম আলীকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
এসম উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূইয়া, যুগ্ম সম্পাদক ও কয়েড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মিন্টু, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, কয়েড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপিতা নেতা রফিকুল ইসলাম রফিক, গোবিন্দাসী ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহাগ আকন্দ প্রমুখ।
এএজেড