রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

দুই সন্তানের অমানুষিক নির্যাতনে বৃদ্ধ বাবা এখন হাসপাতালে

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদাহ ইউনিয়নের দুবাআছরি গ্রামের আব্দুল হক ওরফে হানিফ উদ্দিন (৭৭)। তিন ছেলের জনক এই কৃষকের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে তার সম্পদ। ভরণপোষণ পাওয়া তো দূরের কথা, শেষ বয়সে ছেলেদের দ্বারা বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন আব্দুল হক। এমনকি নিজ আবাদি জমিতে নামতে গেলে দুই ছেলে মিলে তাকে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ঘোগাদহের দুবাআছরি গ্রামে আব্দুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। আহত আব্দুল হক কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হক জানান, ভিটাবাড়ি ও আবাদি জমি সহ তার প্রায় দুই একর সম্পত্তি রয়েছে। তার বড় ছেলে ওয়াহেদ আলী (৪৫) ও ছোট ছেলে রফিকুল ইসলাম (২৯) তার জমিজমা লিখে নিতে তাকে নানা ভাবে চাপ দিতে থাকেন। তিনি তা না করায় দুই ছেলে মিলে তাকে বাড়ি থেকে বের করে দেন। তার জমির সকল কাগজপত্র বড় ছেলে নিজের কাছে নিয়ে নেন। বাড়ি থেকে বিতাড়িত হয়ে তিনি এখন অন্যের বাড়িতে থাকেন। মেজো ছেলে আনিছুল হকের বাড়িতে খাওয়া দাওয়া করেন।

এবছর তার সকল জমি দখলে নিয়ে দুই ছেলে আবাদ করছে। শুক্রবার তিনি একটি জমিতে ধান লাগাতে গেলে বড়ছেলে ওয়াহেদ আলী ও ছোট ছেলে রফিকুল ইসলাম তার দিকে তেড়ে আসেন ও মারপিট করেন। একসময় তারা কোদাল নিয়ে তাকে কোপাতে এলে মেজো ছেলে আনিছুল এগিয়ে আসে। তখন কোদাল লেগে আনিছুলের পা কেটে যায়। স্থানীয়রা আব্দুল হক ও আনিছুলকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠায়।

আব্দুল হক বলেন, সম্পত্তি লিখে নিতে না পেরে আমার দুই ছেলে আমাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিছে। আমার জমিতে তারা আমাকে নামতে দেয় না। শুক্রবার আমি জমিতে গেলে তারা দুই ভাই মিলে আমাকে পিটিয়েছে। আমি এর বিচার চাই। পুলিশে অভিযোগ করা বিষয়ে জানতে চাইলে আব্দুল হক বলেন, এর আগে থানায় অভিযোগ করছি। কিন্তু কোনও কাজ হয় নাই।

দুই ভাইয়ের নির্যাতনে ভিটেছাড়া হয়েছেন আনিছুল হক। বাবার সম্পদ থাকলেও তিনি প্রায় ৫ বছর ধরে সরকারি আশ্রয়ণের ঘরে বসবাস করছেন, এমন দাবি করে আনিছুল বলেন, আমার দুই ভাই আমাকে ও বাবাকে ভিটেছাড়া করেছেন। নিজের ঘরবাড়ি ও সম্পত্তি থাকলেও আমার বাবা প্রায় চার বছর ধরে বাড়িছাড়া। চেয়ারম্যান-মেম্বার, থানা পুলিশ করেও কোনও বিহিত পাইনা।

তবে বাবা এবং ভাইয়ের এমন অভিযোগকে সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট বলছেন অভিযুক্ত ছোট ছেলে রফিকুল। রফিকুল বলেন, বাবা তার নিজ বাড়িতেই আমাদের সাথে থাকেন। দুই দিন থেকে তিনি নিজে থেকে অন্যের বাড়িতে থাকেন। তার বন্ধক রাখা একটি জমি আমার বোন জামাই খুলে নিয়েছেন। আমরা সেই জমিটা বর্গা নিয়ে আবাদ করছি। বাকি জমি আমার বাবা ও মেজো ভাই (আনিছুল) আবাদ করেন।

বাবার ওপর হামলার প্রশ্নে রফিকুল বলেন, বিচনের জমিতে (বীজতলা) আমরা হাল দিয়ে সার দিয়েছিলাম। ওই জমিতে মেজো ভাই ধান লাগাতে এলে মা সহ আমরা বাধা দেই। এসময় আমার বাবা কোদাল দিয়ে মাকে কোপাতে আসেন। আমরা বাধা না দিলে বরং বাবা কুপিয়ে মাকে মেরে ফেলতো। আপনারা এলাকায় এসে খোঁজ দিয়ে সব যাচাই করেন।

তবে আব্দুল হকের ভাতিজা আনিছুর রহমান বলেন, ওয়াহেদ ও রফিকুল মিলে আব্দুল হককে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তারা সম্পত্তির জন্য তাদের বাবার ওপর বিভিন্ন ভাবে নির্যাতন করেন।

ঘোগাদহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম বলেন, ওই পরিবারের এক ছেলে ও আব্দুল হক মিলে এক গ্রুপ আর দুই ছেলে ও মা মিলে আরেক গ্রুপ তৈরি হয়েছে। আব্দুল হক তার মেজো ছেলেকে ভিটের অংশ দিতে চাইলে বড় ছেলে ওয়াহেদ তাতে বাধা দেন। এ নিয়ে তাদের দ্বন্দ্ব চলছে। আমরা কয়েকবার জায়গা ভাগের জন্য গিয়েছিলাম। কিন্তু ওয়াহেদ সেসময় বাড়িতে থাকেন না। পরে হাল ছেড়ে দিয়েছি।

শনিবার দুপুরে আব্দুল হকের খোঁজ নিয়ে জানা গেছে, শঙ্কা কাটিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি গ্রামে ফিরে যাচ্ছেন। তবে সম্পত্তির ভোগদখল নিয়ে এখনো আশঙ্কা কাটেনি তার।
এএজেড

Header Ad
Header Ad

বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অনুষ্ঠিত বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, গত ১৫ বছরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এজন্য নির্বাচনের সঙ্গে জড়িত প্রার্থীদের, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের এবং যারা অনিয়মে যুক্ত ছিল, তাদের তদন্ত করে বিচার করতে হবে।

রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে ফ্যাসিস্ট কাঠামোয় নিয়ে গেছে এবং মানুষের ভোটাধিকার হরণ করেছে, যার দায় নির্বাচন কমিশনেরও রয়েছে।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—মনোনয়নপত্র জমা দিতে সশরীরে আসার বিধান প্রবর্তন, প্রার্থীদের হলফনামা যাচাই-বাছাই করে সত্যতা নিরূপণ, নির্বাচনে সহিংসতা রোধে আচরণবিধি সংস্কার, ঋণখেলাপিদের প্রার্থিতা বাতিল, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র মনিটরিং করা।

এছাড়া একই নামে একাধিক দলের নিবন্ধন, অফিসবিহীন দলকে বৈধতা দেওয়া এবং এসব বিষয়ে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানানো হয়। এনসিপি মনে করে, এসব বাস্তবায়ন না হলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুভা জাবীন।

Header Ad
Header Ad

এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল

ছবি: সংগৃহীত

চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, ১৯ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ১৭১ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। ডলারপ্রতি ১২২ টাকা ধরে যার পরিমাণ প্রায় ২০ হাজার ৯৬৮ কোটি ১৪ লাখ টাকা।

রেমিট্যান্সের বড় একটি অংশ এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে—৯৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৯৭ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলো দিয়ে ৯ কোটি ২ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৩ লাখ ৫০ হাজার ডলার।

এর আগেও চলতি বছরের মার্চ মাসে দেশে এক মাসে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স আসে—৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার। জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও যথাক্রমে ২১৯ কোটি ও ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বিশেষজ্ঞদের মতে, সরকার ঘোষিত প্রণোদনা, ডলারের ভালো বিনিময় হার এবং রমজান ও ঈদ উপলক্ষ্যে প্রবাসীদের বাড়তি পাঠানোর প্রবণতা—এসব কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এপ্রিল শেষে এই প্রবাহ ৩৫০ কোটি ডলারের বেশি হতে পারে, যা নতুন একটি রেকর্ড হবে।

Header Ad
Header Ad

দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির অভিমত

আজ রবিবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

কোনো ব্যক্তি যেন টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন—এই প্রস্তাবকে স্বাগত জানালেও বিএনপি বলছে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চিরতরে প্রধানমন্ত্রিত্বের পথ বন্ধ করা উচিত নয়।

রোববার (২০ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

তিনি বলেন, “এক ব্যক্তি টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না—এই প্রস্তাবে বিএনপি একমত। তবে দুই মেয়াদের পর যদি জনগণ আবারও কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, সেই সুযোগ রাখা উচিত। এক বছর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ায় কোনো বাধা থাকার কথা নয়।”

এ সময় তিনি আরও বলেন, “সাংবিধানিক সংস্কার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। আমরা পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা পুনঃপ্রতিষ্ঠার পক্ষে। তবে রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়টিতে বিএনপি একমত নয়। এতদিন পর রাষ্ট্রের নাম পরিবর্তনের যৌক্তিকতা আমরা দেখি না।”

তিনি জানান, মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করছে। তবে তিনি সতর্ক করে বলেন, “সব কিছু মৌলিক অধিকার না বানিয়ে, রাষ্ট্রের বাস্তব সামর্থ্য বিবেচনায় রেখে যা নিশ্চিত করা সম্ভব, সেটুকু করার আহ্বান জানিয়েছি।”

বৈঠকে বিএনপি প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে সভাপতিত্ব করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। তার সঙ্গে ছিলেন সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রসঙ্গত, বিএনপি গত বৃহস্পতিবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি
এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল
দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির অভিমত
ফাইয়াজের মামলায় আইন মন্ত্রণালয়ের এখতিয়ার নেই: আসিফ নজরুল
ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!
বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল মুসলিম সমাজ, হায়দ্রাবাদে গণবিক্ষোভ
ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
আল-আকসা ভেঙে মন্দির স্থাপনের পরিকল্পনা ফাঁস, ফিলিস্তিনের সতর্কবার্তা
শেখ হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন : স্বাস্থ্য উপদেষ্টা
আইপিএলে অভিষেক ম্যাচেই তিন রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী
৩ মে ঢাকায় মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের
আজ স্বামীর প্রশংসা করার দিন
ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ হলো সিনেমা
রাজধানীর ডেমরা ও মিরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বিএনপি
যশোরের শার্শায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক
জুলাই-আগস্ট গণহত্যা: ট্রাইব্যুনালে সালমান, আনিসুল, দীপু মনি, পলকসহ ১৯ জন