নড়াইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তায় সড়ক ও জনপথ (সওজ) জায়গা দখল করে গোড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও উচ্ছেদ অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
এ ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) এর ইন্জিনিয়ার তোফায়েল আলম বলেন, এই রাস্তাটি ঢাকা বেনাপোল মহাসড়ক। লক্ষীপাশা চৌরাস্তায় ও খুবই গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় সর্বদা যানজট লেগে থাকে। তাছাড়া কয়েকজন ব্যাবসায়ী রাস্তার দুইপাশ দখল করে ব্যাবসা পরিচালনা করে আসছিল।
সেক্ষেত্রে যানচলাচল ঝুকিপূর্ণ ও সাধারণ মানুষ চলাচলে সমস্যা হচ্ছে এমন কি যে কোন সময়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটনা ঘটতে পারে। আমরা জনদুর্ভোগ এড়াতে ও যানচলাচলের সুবিধার্থে এ অভিযান পরিচালনা করেছি।
অভিযানে লোহাগড়া উপজেলা নির্বাহি অফিসার মো.আজগর আলী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও উচ্ছেদ অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন,লোহাগড়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করায় কোন প্রকার বাধা ছাড়াই আমাদের অভিযান শেষ করতে পেরেছি বলেও জানান তিনি।
এএজেড
