শতভাগ নিশ্চিত জয় হবেই: আইভী
তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হওয়ার বিষয়ে শতভাগ নিশ্চিত বলে জানালেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
তিনি বলেছেন, ‘আমি শতভাগ নিশ্চিত নৌকা জিতবেই। আমি জানি নারায়ণগঞ্জের মানুষ আমাকে বেছে নিয়েছে, এটি নির্ধারিত। এরই মধ্যে তারা নির্ধারণ করে নিয়েছে কাকে ভোট দেবে। নৌকা জয়যুক্ত হবে, আইভীর জয় হবেই হবে, গণজোয়ারের জয় হবে।’
রোববার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে দেওভোগ শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।
হাতির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে আইভী বলেন, ‘আমি যতটুক জানি সব জায়গায় হাতির এজেন্ট আছে। বরং আমার এজেন্ট ২-৩ জায়গায় ছিল না। আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘সেলিনা হায়াৎ আইভি বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন হলেই আমি জিতব ইনশাআল্লাহ। বিজয় হবে। শতভাগ নিশ্চিত নৌকা জিতবেই। এই শহরের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আমি জানি নারায়ণগঞ্জের মানুষ আমাকে বেছে নিয়েছে। এটি নির্ধারিত। এরই মধ্যে তারা নির্ধারণ করেছে কাকে ভোট দেবে। নৌকা জয়যুক্ত হবে, আইভীর জয় হবেই হবে, গণজোয়ারের জয় হবে।’
তিনি বলেন, ‘আমি যতটুক জানি সব জায়গায় হাতির এজেন্ট আছে। বরং আমার এজেন্ট ২-৩ জায়গায় ছিল না। আস্তে আস্তে ঠিক হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক পরিশ্রম করছে। আর একটু পরিশ্রম করে একদম নিরপেক্ষভাবে নির্বাচন করা হোক।’
আইভি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব কোনো কেন্দ্র যেন স্লো না রাখে। সব জায়গায় প্রচুর ভোটার লাইনে আছে। ভোটের পরিবেশ এখনও ঠিক আছে। তবে আমি বলব ভোট দিতে দেওয়া হোক সবাইকে। যেখানে স্লো আছে দ্রুত করা হোক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক পরিশ্রম করছে। আর একটু পরিশ্রম করে একদম নিরপেক্ষভাবে নির্বাচনটা করা হোক।’
ভোট স্লো হওয়ার কারণ কী ইভিএম- এমন প্রশ্নের জবাবে আইভি বলেন, ‘যেহেতু সিস্টেমটা নতুন, তাতে সময় একটু বেশি লাগতে পারে। তবে সহযোগিতা করে যেন দ্রুত ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। দিন তো ছোট তাড়াতাড়ি করতে হবে। সব জায়গায় প্রচুর ভোটার লাইনে আছে।’
এসএম/এসএন
এসএম/এসএন