কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ভাটা
রাঙামাটিতে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ভাটা পড়েছে। বিদ্যুৎ উৎপাদন একেবারেই তলানীতে গিয়ে ঠেকেছে। বর্তমানে ৫ টি ইউনিটের মধ্যে মাত্র একটি ইউনিট চালু আছে। মুলত কাপ্তাই হ্রদে পানি খুবই কমে যাওয়ার কারণে এই বিদ্যুৎ উৎপাদনের সংকট বলে বলছেন কর্নফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা।
পুরোপুরি শুকনো মৌসম না হলেও কাপ্তাই হ্রদে পানি অনেক কমে গেছে। ফলে পর্যাপ্ত পানি না পাওয়ায় ভালোভাবে উৎপাদনে যেতে পারছে না বিদ্যুৎ কেন্দ্র। শুধামাত্র ৪ নাম্বার ইউনিটটা চালু আছে যা থেকে উৎপাদন হচ্ছে মাত্র ৩০ মেগওয়াট।
এদিকে বিদ্যুৎ উৎপাদন ব্যহতের সময় রাঙামাটি জুড়ে দেখা দিয়েছে লোডশেডিং। দৈনিক ৪ থেকে ৫ ঘন্টা বিদ্যুত বিহীন থাকছে রাঙামাটি। সামনে গ্রীষ্ম মৌসুমী এ সংকট আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, কাপ্তাই হ্রদে পানি কম থাকায় ৫ টি ইউনিটের মধে মাত্র একটি ইউনিট চালু আছে। ১ টি ইউনিট দিয়ে এখন ৩০ মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আগামীতে বৃষ্টি না হলে উৎপাদন আরও কমবে।
প্রসঙ্গত ষাটের দশকে জল বিদ্যুৎ প্রকল্পের জন্যই মুলত কাপ্তাই বাধ নির্মাণ করা হয়। যার ফলে তৈরী হয় পানি বিদ্যুৎ প্রকল্প। শুধুমাত্র পানি দিয়ে এ পকল্পের মাধ্যমে সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা হয়। প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় মাত্র ৩৫ পয়সা। এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা ২৪২ মেগওয়াট। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানির ধারণক্ষমতা ১০৯ এসএমএল ও সর্বনিন্ম ৬৮ এমএসএল।
এএজেড