সুপারি বাগানে মিলল যুবকের ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সুপারি বাগান থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের মিয়াজী পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কবির এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যে সিআইডি ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ওসমান সরওয়ার জানান, আমার পার্শ্ববর্তী এক বাড়ির সুপারি বাগানে ২৫/২৬ বছর বয়সী এক যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী আমাকে বিষয়টি জানাই। পরে বিষয়টি আমি পুলিশকে অবগত করি৷
তিনি আরও জানান, লাশের পরিচয় ও ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তকরণে কাজ চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি সংস্থা।
এসআইএইচ
