পার্কিং করা তেলবাহী লরি থেকে সহকারীর মরদেহ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তেলবাহী ট্যাংক লরির ভেতর থেকে নুরুল ইসলাম ওরফে শাহীন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গাড়ির চালকের সহকারী ছিলেন। তার মাথায় আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এ ঘটনায় পলাতক রয়েছেন লরিচালক।
পুলিশ আরো জানায়, শনিবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে সীতাকুণ্ড পৌরসভার বটতল এলাকায় সীতাকুণ্ড ফিলিং স্টেশনে পার্কিং করে রাখা ওই লরির চালকের আসনের পেছনের আসনে শোয়া অবস্থায় নুরুল ইসলামের মরদেহটি পায় পুলিশ। নুরুলের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়।
এ ব্যাপারে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম সংবাদমাধ্যমকে বলেন, ফিলিং স্টেশনে পার্কিং করা লরির ভেতরে লাশ আছে—এমন তথ্য দিয়ে একটি ফোন নম্বর থেকে ওই ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ফোন করেন এক ব্যক্তি। পরে ব্যবস্থাপক ঘটনার সত্যতা পেয়ে সীতাকুণ্ড থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল ইসলামের মরদেহটি উদ্ধার করে। লরির ভেতরে লাশটি কম্বল পেঁচানো অবস্থায় ছিল। মাথায় রক্তাক্ত জখম ছিল। ঘটনাটি হত্যা না দুর্ঘটনা, সে সম্পর্কে তাঁরা নিশ্চিত নন। বিষয়টি তদন্ত করে দেখছে হাইওয়ে পুলিশ।
এসআইএইচ/