নারায়ণগঞ্জে ভোট যুদ্ধ শুরু
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু হলো নারায়ানগঞ্জ সিটি করপোরেশনের ভোট। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট যুদ্ধ। চলবে টানা বিকাল ৪ টা পর্যন্ত।
এবার নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে আলোচনার কেন্দ্র বিন্দুতে দুই প্রার্থী। আওয়ামী মনোনীত ডা. সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। অন্যদিকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকে অব্যহতি পাওয়া বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার হাতি প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে টিকে আছেন।
নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আইভী-তৈমুর ছাড়াও মেয়রে পদে লড়াই করছেন আরও ৫ জন। মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাসুম বিল্লাহ্ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের জসীমউদ্দীন (বটগাছ) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামরুল ইসলাম বাবু ’ঘোড়া’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই সিটিতে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ আর
নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। এছাড়া ৪ জন হিজড়া ভোটার রয়েছেন।
এই ভোটারদের মধ্যে প্রথম ভোট দিতে যাবেন এমন নতুন ভোটার ৪২ হাজার ৪২৬ জন। নারায়নগঞ্জ সিটি করপোরেশন মোট ২৭ টি ওয়ার্ড নিয়ে গঠিত। এবার মোট ১৯২ টি কেন্দ্রের ১ হাজার ৩৩৩ টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। সবগুলো কেন্দেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের সাহায্যে ভোট হবে। এবারের নির্বাচনে ২৭ টি সাধারণ ওয়ার্ড ও ৯ টি সংরক্ষিত ওয়ার্ড মিলিয়ে মোট ১৮২ জন প্রার্থী রয়েছেন। তারমধ্যে সংরক্ষিত আসনে ৩৪ জন।
এদিকে বর্তমান সিটি করপোরেশন নির্বাচন নিজেদের অগ্নিপরীক্ষা হিসেবে নিয়ে বর্তমান নির্বাচন কমিশন। তারা মনে করছে নিরপেক্ষ নির্বাচন করে সম্মানের সঙ্গে বিদায় নিতে। তাছাড়া এই মুহুর্তে বড় কোন নির্বাচন দেশে নাই। তাই নাসিক নির্বাচন যতটা প্রত্যাশা করছে ভোটার সেটার প্রতিফল ভোটের দিনও লক্ষ্য করা গেছে।
সারাদিন ভোট শেষে রাত ৮ টার মধ্যে ভোটের ফলাফল পাওযা যেতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে। আইভীর হ্যাট্টিক হবে নাকি তৈমুরীরে ওপেনিং হবে দেখা যাবে ফলাফলে।
এসএম/