শাবিতে আন্দোলনরত ছাত্রীদের উপর ছাত্রলীগের হামলা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আন্দোলরত ছাত্রীদের অভিযোগ, 'প্রক্টরের উপস্থিতে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেন।’ হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৫ জানুয়ারি) দাবি পূরণে বেঁধে দেওয়া সময়ের শেষ মুহূর্ত সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের গোল চত্বরে এ হামলার ঘটনা ঘটে বলে জানান ছাত্রীরা।
ছাত্রীদের অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে ধস্তাধস্তি ও আন্দোলনের সমর্থনে থাকা ১০-১২ জন শিক্ষার্থীকে মারধর করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, শাবি ছাত্রলীগের সাবেক নেতা ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক কর্মকর্তা মৃন্ময় দাস ঝুটনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা খলিলুর রহমান, আশরাফ কামাল আরিফ, সজিবুর রহমান, ঋষাণ তন্ময়, মাহবুবুর রহমান, সাজ্জাদ হোসেন, শফিউল হক রাব্বি এ হামলা চালান।
হামলার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলমগীর কবীর বলেন, ‘একটি অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে সেখানে কয়েকজন শিক্ষার্থী যান। আন্দোলনরত শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স যেতে বাধা দিলে একটু হাতাহাতি হয়।’
তবে আন্দোলনরত আবাসিক ছাত্রীরা বলেন, ‘অ্যাম্বুলেন্স এলে আমরা সেটাকে পথ করে দিই। কিন্তু অ্যাম্বুলেন্সের পেছন পেছন এসে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলরতদের মাঝে ঢুকে পড়ে। তাদের কয়েকজন এক ছাত্রীকে ধাক্কা দেয়। সে পড়ে গিয়ে ব্যথা পায়।
ছাত্রীরা বলেন, ‘আমাদের আন্দোলনে সংহতি জানাতে আসা ১০-১২ জন ছাত্রকে তারা মারধর করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র উপদেষ্টার উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটে।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত ছাত্রীরা তাদের দাবি পূরণের আগ পর্যন্ত চলমান আন্দোলন থেকে পিছুপা হবেন না বলে জানান।
এসইউ/এএন