৩য় দিনেও আন্দোলনে অনড় শাবিপ্রবির ছাত্রীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট ও সিন্ডিকেট সদস্য নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা ও তার প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিতে টানা ৩য় দিনের মতো আন্দোলন করছেন ওই হলের ছাত্রীরা।
দাবি মেনে নিতে তারা শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটা পর্যন্ত সময় বেঁধে দিলেও বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে পুনরায় অবস্থান কর্মসূচি পালন করছে তারা।
এর আগে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত ৮টায় আন্দোলন শুরু করেন ছাত্রীরা। পরে বিক্ষোভ করে এসে রাত ১১টায় উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেন তারা। তবে রাত দুইটার দিকে উপাচার্যের আশ্বাসে এ আন্দোলন সাময়িক স্থগিত করে হলেন ফেরেন ছাত্রীরা।
সেদিন রাতে আন্দোলন সাময়িক স্থগিত হলেও শুক্রবার দুপুরে তিন দফা দাবি আদায়ে ফের আন্দোলনে নামেন ছাত্রীরা। আন্দোলনের এক পর্যায়ে সন্ধ্যায় হলের অফিস রুমের তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দিয়েছেন বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা।
আন্দোলনরত ছাত্রীরা জানান, তাদের বেঁধে দেওয়া সময় শেষ হয়ে গেলে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ জানাবেন।
এদিকে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা করোনায় আক্রান্ত হওয়ায় একই প্রভোস্ট বডির সদস্য জোবেদা কনক খানকে ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আন্দোলনরত ছাত্রীরা বলেন, 'নতুন করে ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এসিস্ট্যান্ট প্রভোস্ট। আমাদের দাবি ছিল পুরো প্রভোস্ট টিমকে পদত্যাগ করতে হবে। আমাদের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।'
এসইউ/এএন