হিরো আলমের নিউজ করায় সাংবাদিকের উপর হামলাকারী গ্রেপ্তার
বগুড়ার উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম) এর নিউজ করায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় যুবলীগ নেতা শরিফুল ইসলাম শিপুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে শহরের কলেনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম শিপুল বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি।
বুধবার (১ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টায় শহরের টেম্পল রোডের জেলা আওয়ামী লীগ অফিস-সংলগ্ন টাউন ক্লাবে এ ঘটনা ঘটে হামলার শিকার দুই সাংবাদিক হলো বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জেএমরউফ এবং স্থানীয় একটি পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম।
এ ঘটনায় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সাংবাদিক জেএমরউফ বাদী হয়ে যুবলীগ নেতা শিপুলের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়ায় শনিবার সকালে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেন।
হামলার শিকার সাংবাদিক জেএম রউফ বলেন, টাউন ক্লাবের অফিসে সাধারণ সম্পাদকের কক্ষে বসে উপনির্বাচনে পরাজিত প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম) এর ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের সংবাদ লিখছিলেন। রাত সাড়ে ১১টায় যুবলীগ নেতা শিপুল মদ্যপ অবস্থায় সেখানে প্রবেশ করেন।
এ সময় তিনি (রউফ) হিরো আলমের সংবাদ সম্মেলনের ভিডিও তার পত্রিকার মেইলে দিয়েছেন মর্মে মোবাইল ফোনে অফিসকে অবহিত করছিলেন। এটি শুনেই ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালাগাল ও মারধর শুরু করেন শিপুল।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বরেন, দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এএজেড